ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তিতে আবেদন প্রত্যাহার ও রিফান্ড অপশন চালু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৯:১৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:১৪ AM
চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (প্রস্তাবিত)। আগের আবেদনসহ গত তিন দিনে আবেদন পড়েছে প্রায় ৪৫ হাজার ৭৯১ জন। তবে কোনো শিক্ষার্থী আবেদন প্রত্যাহার ও টাকা রিফান্ড করতে চান তাহলে এখন থেকে সেটি করা যাবে। আজ বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার পর থেকে এই অপশনটি সংশ্লিষ্ট ভর্তির ওয়েবসাইটে চালু হয়েছে।
ভর্তি আবেদনের সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এপ্লাই ফর রিফান্ড অপশনটি পাওয়া যাবে। পরবর্তীতে সেখানে ক্লিক করে আবেদন প্রত্যাহার ও টাকা রিফান্ড নিতে পারবেন শিক্ষার্থীরা।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, বিজ্ঞান অনুষদে ১৭ হাজার ৯৪০ জন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ১৫ হাজার ৪৮৫ ও ব্যবসায় শিক্ষা অনুষদে ১২ হাজার ৩৬৬ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
এবার আসন সংখ্যা কমিয়ে কোন ইউনিটে বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে কত আসন ফাঁকা আছে জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে প্রশাসন। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞান ইউনিট
ঢাকা কলেজে ৭৭৫, ইডেন মহিলা কলেজ ৮৭৬, তিতুমীর সরকারি কলেজ ৮২০, সরকারি বাঙলা কলেজ ৭১১, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ ৫৭৬, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ৫২০ ও কবি নজরুল সরকারি কলেজ ৪৯৫টি সিট নির্ধারণ করা হয়েছে।
ব্যবসা শিক্ষা ইউনিট
ঢাকা কলেজে ২৩৪, ইডেন মহিলা কলেজ ৪১৯, তিতুমীর সরকারি কলেজ ৪১৫, সরকারি বাঙলা কলেজ ২২৫, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ ১৫১, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ১৫৫ ও কবি নজরুল সরকারি কলেজ ২৮৬টি সিট রয়েছে।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট
ঢাকা কলেজ ৬৮১, ইডেন মহিলা কলেজ ৭৮৫, সরকারি তিতুমীর কলেজ ৭৬৫, সরকারি বাঙলা কলেজ ৬৭৪, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ৫৯৩, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ৪৬৫ ও কবি নজরুল সরকারি কলেজ ৫২৯টি।
আবেদন করতে হবে ভর্তির (https://collegeadmission.eis.du.ac.bd) ওয়েবসাইটে। আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রদান করা যাবে বলে জানানো হয়েছে।