বিএসসি ইন হেলথ টেকনোলজির ফল প্রকাশ, ভর্তি শুরু ৩ জুলাই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি), বিএসসি ইন ফিজিওথেরাপী, বিএসসি ইন হেলথ টেকনোলজি (রেডিওলজি এন্ড ইমেজিং), বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি) কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী ৩ জুলাই।
শনিবার (২৮ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৭ জুন) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল ও এসএসসি/ সমমান ও এইচএসসি/ সমমান ডিপ্লোমা-এর নম্বর হতে প্রাপ্ত স্কোর যোগ করে মেধা ও পছন্দ অনুযায়ী প্রাথমিকভাবে শিক্ষার্থী নির্বাচন করা হলো। আগামী ২ জুলাই উপজাতীয় প্রার্থীদের কাগজপত্রাদি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাই করা হবে।
ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ওয়েব সাইটে (www.dgme.gov.bd) ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে (www.dghs.gov.bd) গিয়ে জানা যাবে।
এতে আরও বলা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ৩ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত। যদি কোনো প্রার্থীর দাখিলকৃত সনদপত্রের মধ্যে ভুলত্রুটি পরিলক্ষিত হয় অথবা তিনি যদি শারীরিক পরীক্ষার অযোগ্য বলে বিবেচিত হন, সেক্ষেত্রে তার প্রাথমিক নির্বাচন বাতিল হবে।
এছাড়া, ভর্তি পরবর্তী সময়ে কোনো শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য/তথ্যাদি অসত্য বলে প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তার ভর্তি বাতিল হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।