গুচ্ছের ‘সি’ ইউনিটে ৪০ নম্বরের বেশি পেলেন কতজন?

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার পর ফল প্রকাশ করা হয়।

‘সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস অর্থাৎ ৩০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ১৩ হাজার ৬৬০ জন। শতকরায় যা ৬৩ দশমিক ৩৫ শতাংশ। ৪০ কিংবা তার বেশি এবং ৫০ এর কম পেয়েছেন তিন হাজার ৪৬৪ জন। ৫০ কিংবা তার বেশি এবং ৬০ এর কম পেয়েছেন তিন হাজার ২২৯ জন। ৬০ কিংবা তার বেশি এবং ৭০ এর কম পেয়েছেন দুই হাজার ৩৭২ জন। ৭০ কিংবা তার বেশি এবং ৮০ এর কম পেয়েছেন ৭৮১ জন। ৮০ ‍কিংবা তার বেশি এবং ৯০ এর কম নম্বর পেয়েছেন ৭৬ জন। আর একজন শিক্ষার্থী ৯০ এর বেশি নম্বর পেয়েছেন। এ ছাড়া ৩০ কিংবা তার বেশি এবং ৪০ এর কম পেয়েছেন তিন হাজার ৭৫৮ জন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুচ্ছের ‘সি’ ইউনিটে সর্বোচ্চ ৯০ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রুফাইদা নুর। তিনি ঢাকা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। দ্বিতীয় হয়েছেন মো. নাফিস ইসলাম। তার প্রাপ্ত নম্বর ৮৮.২৫। নাফিসও ঢাকা বোর্ডের শিক্ষার্থী।

সি ইউনিটে তৃতীয় হয়েছন, অনিন্দ্র চৌধুরী। চট্টগ্রাম বোর্ডের এ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় ৮৭ পেয়েছেন। চতুর্থ হয়েছেন যশোর বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া মো. জাহিদ হোসেন। তার প্রাপ্ত নম্বর ৮৬.৭৫। এ ছাড়া ৫ম হয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের মো. পিয়াস। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮৬.২৫।

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence