গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ২৫ এপ্রিল, পাবিপ্রবিতে প্রস্তুতি সম্পন্ন

মতবনিমিয় সভায় বক্তব্য দিচ্ছেন উপাচার্য  অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল
মতবনিমিয় সভায় বক্তব্য দিচ্ছেন উপাচার্য  অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল  © টিডিসি রিপোর্ট

২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কর্তৃপক্ষ। আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন ধাপের প্রথম ধাপের পরীক্ষা শুরু হবে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সরকারের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার প্রস্তুতির কথা তুলে ধরেন।

সকাল ১০টায় উপাচার্য কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার যাবতীয় প্রস্তুতির তথ্য অবহিত করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আওতায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আগামী শুক্রবার ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা আগামী ২ মে এবং ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা আগামী ৯ মে যথারীতি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে স্থাপত্য বিভাগের আবেদনকারীদের পরীক্ষা ৯ মে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ৬৩ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ভাতা বন্ধ চার মাস, চিঠি চালাচালির বেড়াজালে শিক্ষকরা

তিনি আরও জানান, পরীক্ষার্থীরা যাতে সহজেই রুম নম্বর চিহ্নিত করতে পারে, সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা হলে লেভেলবিহীন (বোতলের গায়ে নামসংবলিত কাগজ) পানির বোতল কেন্দ্রে নিতে পারবেন। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, ফায়ার সার্ভিস এবং সার্বক্ষণিক মেডিকেল টিম থাকবে। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা ১৫ মিনিট পরপর সময়ের বিষয়টি উল্লেখ করবেন। পরীক্ষার্থীদের নিজস্ব বহনকারী গাড়ি পার্কিং করা যাবে ক্যালিকো কটন মিল ও তার বিপরীত পাশের মাঠে। অভিভাবকদের জন্য শেডে বসা ও পানি পানের ব্যবস্থা থাকবে।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার আগের দিন ফটো কপিয়ার মেশিন বন্ধ থাকবে। পুলিশ প্রশাসন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করবেন। ছাত্রাবাসগুলোতে নজরদারি বাড়ানো হবে। কোনোরকম ডিভাইস কেন্দ্রে নেওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে। নারী ও পুরুষ পুলিশ সদস্য, আসনার সদস্য ও রোভার স্কাউট থাকবে।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট ও কো-ফোকাল পয়েন্ট, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক, আইসিটি সেলের পরিচালক, হল প্রভোস্ট,ভর্তি পরীক্ষা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, পুলিশ প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কুয়েট শিক্ষার্থীদের দাবি নিয়ে যা জানালেন হাসনাত আবদুল্লাহ

সভায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রক্টরিয়াল বডি, সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, পরীক্ষার সঙ্গে সংশিষ্ট সব মহল সর্বোপরি পাবনাবাসী সর্বাত্মক সহযোগিতা করছেন। সবার সহযোগিতায় সুুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে আমি বিশ্বাস করি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence