জবি ভর্তিচ্ছুদের পাশে বিভিন্ন সেবা নিয়ে ছাত্রদল-শিবির

ছাত্রদল-ছাত্রশিবির
ছাত্রদল-ছাত্রশিবির  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ই ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য তথ্য সেবা কেন্দ্র, মেডিকেল টিম, প্রাথমিক চিকিৎসা সেবা, গার্ডিয়ান লাউঞ্জসহ বিভিন্ন সেবা নিয়ে পাশে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল-ছাত্রশিবির।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুটি সংগঠনই হেল্প ডেস্ক বসিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়। শিক্ষার্থীদের কলম, ফাইল, স্কেল, পানি ইত্যাদি সরবরাহ করা হয়। পাশাপাশি, ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র খুঁজে দিতে সাহায্য করেন।

অন্যদিকে, ইসলামী ছাত্রশিবিরও হেল্প ডেস্কে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে উপস্থিত হয়। তারা বিভিন্ন ধরনের ওষুধ, পানি, কলম ইত্যাদি বিতরণ করেন এবং পরীক্ষার্থীদের সহায়তায় নেমে পড়েন। শিবিরের সভাপতি আসাদুল ইসলাম নিজে বিভিন্ন শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র খুঁজে দিতে সহায়তা করেন।

এদিন, ভর্তি পরীক্ষা দিতে আসা তাসিন নামে এক শিক্ষার্থী বলেন, বাইরে অনেকেই আমাদের সহযোগিতা করেছে। কেউ এসে কলম ও ফাইল দিয়ে গেছে। এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে। পরীক্ষার দিন তেমন কোনো অসুবিধা হয়নি, বরং অনেক সহযোগিতা পেয়েছি।

প্রসঙ্গত, এবছর জবির চারুকলা ইউনিটে মোট আসন ৬০টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ হাজার ৩৭৫টি। আসন প্রতি লড়ছেন প্রায় ২৩ জন ভর্তিচ্ছু। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে পরিক্ষা। সকাল ১১টায় চারুকলা অনুষদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence