এক কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ১৫ শিক্ষার্থী
- নীলফামারী প্রতিনিধি
- প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১১:৫২ AM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০৩ PM

দেশের উত্তরের জেলা নীলফামারীর নীলফামারী সরকারি কলেজ থেকে এ বছর একসঙ্গে ১৫ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রবিবার (২০ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সব শিক্ষার্থীর তথ্য পেলে সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ।
গত শুক্রবার (১৭ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবিবার পরীক্ষার ফলাফল প্রকাশের পর কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মফিজুল ইসলাম বলেন, ‘মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করে এ পর্যন্ত ১৫ জনের নাম পেয়েছি। এ ফলাফলে আমাদের অধ্যক্ষ স্যারের অনেক অবদান রয়েছে।’
আরও পড়ুন: বেরোবিতে আবু সাঈদ হত্যার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দল
ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন ইসতিয়াক আহমেদ (ঢাকা মেডিকেল কলেজ), ফয়সাল আহমেদ (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) আতিক ইসলাম (রাজশাহী মেডিকেল কলেজ), চন্দন রায় (রাজশাহী মেডিকেল কলেজ) তাপসী রায় (রংপুর মেডিকেল কলেজ), তানিশা ইসলাম (রংপুর মেডিকেল কলেজ), রাইশা মনি (রংপুর মেডিকেল কলেজ) উর্মি (দিনাজপুর মেডিকেল কলেজ) রিশাদ ইসলাম (বরিশাল মেডিকেল কলেজ) নূর আমিন (সুনামগঞ্জ মেডিকেল কলেজ) ইভা (কুষ্টিয়া মেডিকেল কলেজ) রত্ন (নীলফামারী মেডিকেল কলেজ) সাজিব (নীলফামারী মেডিকেল কলেজ) সুরভি খাতুন (সুনামগঞ্জ মেডিকেল কলেজ) ও মোস্তাক শাহরিয়ার (সিরাজগঞ্জ মেডিকেল কলেজ)।
সকালে কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়।এক কলেজ থেকে ১৫ শিক্ষার্থীর সাফল্য পুরো জেলার শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।
স্থানীয় নারী উদ্যোক্তা ফারজানা শাহ বলেন, তাদের এ সফলতা প্রতিষ্ঠানটির জন্য যেমন গর্বের, তেমনি স্থানীয় মানুষের মধ্যেও এটি আশার আলো ছড়িয়েছে।
আরও পড়ুন: সরকারি মেডিকেলে ভর্তি শুরু কবে, মাইগ্রেশনের সুযোগ কতবার?
কলেজের শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও পরিবারের সমর্থন তাদের এ অর্জনে ভূমিকা রেখেছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের এ সাফল্য ভবিষ্যতে আরও বড় সংখ্যায় মেডিকেল ভর্তির সুযোগ তৈরিতে অনুপ্রেরণা জোগাবে। এমন সাফল্য শুধু প্রতিষ্ঠানের নয়, পুরো জেলার জন্য গর্বের বিষয়।
প্রতিবছর উত্তরবঙ্গের এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে আসছেন।