চবির ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবি ছাত্রদল-শিবিরসহ ৬ ছাত্র সংগঠনের

৬ ছাত্র সংগঠন
৬ ছাত্র সংগঠন  © লোগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল-ছাত্রশিবিরসহ ক্রিয়াশীল ৬ ছাত্র সংগঠন। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর এমন প্রতিক্রিয়া জানান ছাত্র সংগঠনগুলো।

ছাত্রদল-ছাত্রশিবির ছাড়া বাকি ছাত্রসংগঠন গুলো হল বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও বিপ্লবী ছাত্র পরিষদ।

ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি ইউনিটে আবেদন ফি ১০০০ টাকা রাখা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ আবেদন ফি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জোর দাবি জানাচ্ছে।

ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, একজন পরীক্ষার্থীকে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হয়। এক্ষেত্রে অধিকাংশ পরিবারের পক্ষেই খরচ মেটানো অসম্ভব হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, ভর্তি পরীক্ষার আবেদন ফি কমিয়ে যৌক্তিক ফি নির্ধারণ করা হোক এবং একইসাথে অযৌক্তিক সকল কোটা বাতিল করতে হবে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আবিদ শাহরিয়ার স্বাক্ষরিত বিবৃতিতে ভর্তি পরীক্ষার ১০০০ টাকা আবেদন ফি অন্যায্য দাবি করে ২০০ টাকা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাইদ্যুজ্জামান রেদুয়ান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ভর্তির পরীক্ষার আবেদন ফি ১০০০ টাকা নির্ধারণ করাকে আমরা চরম বৈষম্যমূলক সিদ্ধান্ত বলে মনে করি। সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির পরীক্ষার আবেদন প্রক্রিয়া চালু করার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ উৎখাতের প্রাথমিক নজির স্থাপনের দাবি জানিয়েছে।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক এমদাদ উল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে, ভর্তি পরীক্ষার আবেদন ফি না কমিয়ে ১০০০ টাকা বহাল রাখায় চবি প্রশাসনের সিদ্ধান্তকে চরম বৈষম্যমূলক, শিক্ষার্থীদের স্বার্থবিরোধী ও শিক্ষার বাণিজ্যিকীকরণ নীতিপ্রসূত উল্লেখ করে, অতিরিক্ত আবেদন ফি প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বিপ্লবী ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক সালমান ফার্সী স্বাক্ষরিত বিবৃতিতে ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর ও অযৌক্তিক সকল কোটা বাতিলের দাবি জানিয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence