শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সহযোগিতা করতে ‘রোড টু পাবলিক ইউনিভার্সিটি’ 

১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
কেন্দুয়ায় ‘রোড টু পাবলিক ইউনিভার্সিটি- এ কনশাল্টেশন প্রোগ্রাম টু মেক ইউর ড্রীম ট্রু’ অনুষ্ঠান

কেন্দুয়ায় ‘রোড টু পাবলিক ইউনিভার্সিটি- এ কনশাল্টেশন প্রোগ্রাম টু মেক ইউর ড্রীম ট্রু’ অনুষ্ঠান © টিডিসি ফটো

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শিক্ষার্থীদের জন্যে আয়োজন করা হয়েছে ‘রোড টু পাবলিক ইউনিভার্সিটি- এ কনশাল্টেশন প্রোগ্রাম টু মেক ইউর ড্রীম ট্রু’ অনুষ্ঠান। রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব কেন্দুয়ার আয়োজনে কেন্দুয়ার অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো. সোহরাব মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদি তানবীরের সঞ্চালনায় বক্তব্য দেন ইউএনও ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এম এ বাশার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরুল গনী সগীর, শরিফ ও মার্জিয়া আক্তার, বুয়েটের নাদিম, মেডিকেলের তামান্না, মেরিন থেকে ওভি প্রমুখ।

আরো পড়ুন: জবিতে ভর্তি পরীক্ষায় বসতে ইচ্ছুক পৌনে দুই লাখের বেশি শিক্ষার্থী

বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল, মেরিনে শিক্ষার্থীরা যাতে চান্স পেতে পারে সে দিক নির্দেশনা দেন। এতে করে তারা প্রাথমিক ধারণা নিয়ে অনুপ্রাণিত হয়ে নিজেদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, স্কুল-মাদ্রাসার প্রধান শিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের  শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

যৌন হয়রানি, নিপীড়ন, বুলিং ও র‌্যাগিং প্রতিরোধে ঢাবি-ব্র্যাক…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা-১৮ আসনে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
তাদের নির্বাচিত করুন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে প্রভু খুঁ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগেই প্রাথমিকের ১৪৩৮৫ সহকারী শিক্ষক নিয়োগের চূড়া…
  • ২৩ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশের সময় জানা গেলে
  • ২৩ জানুয়ারি ২০২৬
পূজার অর্জিত বিদ্যা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল…
  • ২৩ জানুয়ারি ২০২৬