সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ

পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীরা
পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট)  বেলা ১১ টায় পরীক্ষা  শুরু হয়ে  চলে ১২ টা পর্যন্ত৷

রাজধানীর আটটি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ কেন্দ্র গুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।

ভর্তি কমিটির দেয়া তথ্য মতে, এবার সাত কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি আসনে ভর্তির জন্য প্রায় ২৬ হাজার ৫০০টি আবেদন পড়েছে ৷

আরও পড়ুন: বেসরকারি মেডিকেলে শিক্ষক দরকার ৯ হাজার, আছে সাড়ে ৪ হাজার

মেয়েকে নিয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্রে এসেছেন রোকসানা আক্তার ৷ তিনি বলেন, মেয়ের সখ ইডেনে কলেজে ভর্তি হবে৷ ভালো প্রস্তুতি নিয়েছে ৷ আশা করছি ভর্তির সুযোগ পাবে৷

কথা হয় পরীক্ষা দিতে আসা রফিক আহমেদের সাথে ৷ তিনি বলেন, ভালো প্রস্তুতি নিয়েছি৷ আশা করছি ভালো পরীক্ষা দিতে পারবো৷

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড.মো.আব্দুল কুদ্দুস সিকদার বলেন,  পরীক্ষা গ্রগনের জন্য ঢাকা কলেজ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে৷ আমরা সবদিকে নজর রাকছি৷ আশা করছি কোন ধরনের ভোগান্তি ছাড়াই আমরা ভর্তি পরীক্ষা শেষ করতে পারবো৷


সর্বশেষ সংবাদ