গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল কাল

১৫ আগস্ট ২০২২, ০৭:৩৬ PM
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল কাল

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল কাল © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রস্তুতির কাজ শেষ হয়েছে। ফল প্রকাশ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ৩টায় একটি সভা আয়োজন করেছেন গুচ্ছ কমিটি। এ সভা থেকে ফলাফল প্রকাশিত হবে।

সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল রবিবার ‘বি’ ইউনিটের সামগ্রিক ফল তৈরির কাজ শেষ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত ফল তৈরির কাজ করা হয়। আজ সোমবার সকাল থেকেই ফল পুনরায় চেক করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হলে আগামীকাল মঙ্গলবার ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: চবির পরীক্ষা শুরু কাল, ৪ ইউনিটে পরীক্ষার্থী প্রায় দেড় লাখ

অধ্যাপক নাছিম আখতার বলেন, গুচ্ছের ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশের কাজ শেষ। তবে এটি পুনরায় দেখা হচ্ছে। যেন কোন ভুল না থাকে। আগামীকাল মঙ্গলবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সভায় এ ফলাফল প্রকাশ করা হবে। ভর্তিচ্ছুরা তাদের আইডি লগইন করে ফলাফল দেখতে পারবেন।

এর আগে, গত (১৩ আগস্ট) শনিবার গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মোট ২৯টি কেন্দ্রে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর ৪ হাজার ৮৩৪টি আসনের বিপরীতে ৯৫ হাজার ৬৩৭ জন আবেদন করেছেন।

রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬
জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত সেক্রেটারি নিহতের প্রতিবাদে এনসিপির মশাল মি…
  • ৩০ জানুয়ারি ২০২৬