গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাবি এলাকায় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকেরা
ঢাবি এলাকায় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকেরা  © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৩ আগস্ট) বেলা ১২টায় শুরু হয়েছে। ২৯টি কেন্দ্রের মধ্যে ঢাকায় চারটি কেন্দ্রে এ পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েও ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ভর্তিচ্ছুরা।

বেলা ১টা পর্যন্ত 'খ' ইউনিটের অধীনে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা চলবে। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের সামনে হাজির হন ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পরীক্ষা কেন্দ্রে সামনে অপেক্ষায় ছিলেন অভিভাবকেরাও।

মিরপুর থেকে পরীক্ষা দিতে আসা রাকিব নামের এক শিক্ষার্থী জানান, ‘আসার পথে রাস্তায় কোনো জ্যাম পড়িনি। এবার আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছি। সেজন্য আগের তুলনায় বেশি আত্মবিশ্বাস পাচ্ছি। বিষয়টি আমার কাছে একদম সহজ মনে হচ্ছে। দুশ্চিন্তাগ্রস্থ লাগছে না।’

ইমা এসেছেন ভৈরব থেকে। তিনি জানান, ‘এত দূর থেকেও আসলেও কোনো সমস্যা হয়নি। সাথে আমার ভাইয়া ছিল। ইনশাআল্লাহ, পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না। যথেষ্ট আত্মবিশ্বাস আছে।’

আরো পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষা: উত্তরপত্রে যেসব ভুল করা যাবে না

জানা গেছে, 'বি' ইউনিটে মোট আসন রয়েছে ছয় হাজার ৭১৯টি। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৯৫ হাজার ৬৩৭ জন। ফলে প্রতি আসনের বিপরীতে ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence