জাবির ডি ইউনিটে পাসের হার ৫৯.১৬ শতাংশ
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ১১:৫৯ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২২, ০৯:৫১ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ডি ইউনিটের অধীনে অনুষ্ঠিত জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত। আজ মধ্যরাতে অথবা কাল সকালে ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে। এতে শতকরা পাসের হার ৫৯.১৬।
বৃহস্পতিবার ( ৪ আগস্ট) রাতে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নূহু আলম। তিনি জানান, ‘শুধু ওয়েবসাইটে আপলোড ছাড়া ফলাফল প্রকাশের সবধরনের প্রক্রিয়া শেষ। আজ মধ্যরাতে না হলে আগামীকাল সকালে প্রকাশ হতে পারে।’
তিনি বলেন, এই ইউনিটে মোট ৮৭ হাজার ৭২৭ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেয় ৬৭ হাজার ৭০৭ জন অর্থাৎ উপস্থিতির হার শতকরা ৭৭ ভাগ। বিভিন্ন কারণে ১৪০টি উত্তরপত্র বাতিল করা হয়েছে। মোট পাস করেছে ৪০ হাজার ৮৩ জন পরীক্ষার্থী। ছেলেদের মধ্যে ২০ হাজার ৭৮ জন ও মেয়েদের মধ্যে ১৯ হাজার ৭০৫ জন। মোট পাসের হার শতকরা ৫৯.১৬ ভাগ।
তিনি আরো বলেন, এতে সর্বোচ্চ নম্বর পেয়েছেন আমরিন ইসলাম, ও ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন টিএইচএম আব্দুল মুইজ। প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৭.২ এবং ৬৫।