‘সেকেন্ড টাইম’ নিয়ে যা বললেন ঢাবি উপাচার্য

২২ জুলাই ২০২২, ০৪:০৮ PM
ঢাবি লোগো এবং অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাবি লোগো এবং অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ছবি

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না থাকাকে অযৌক্তিক বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের সাথে একমত পোষণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনও (ইউজিসি)। তবে সেকেন্ড টাইম রাখার বিষয়ে নিজেদের আগের সিদ্ধান্তেই অনড় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ অ্যাক্রেডিটে কাউন্সিল কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আমরা জীবনব্যাপী শিক্ষার কথা বলছি আবার শিক্ষার্থীদের সামনে দেয়াল তুলে দিচ্ছি। শিক্ষার্থীরা কেন একবার ভর্তি পরীক্ষার সুযোগ পাবে? ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ না থাকা অযৌক্তিক। আমরা এটা ভুলে যাই যে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে তারা নিজেদের মেধার মাধ্যমেই সুযোগ পাচ্ছে। তাহলে একবারের বেশি কেন সে ভর্তি পরীক্ষার সুযোগ পাবে না?

শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের সাথে একমত পোষণ করে ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, শিক্ষামন্ত্রীর বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত পোষণ করছি। আমাদের এ বিষয়ে কাজ করার সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একবার ভর্তি পরীক্ষার সুযোগ দিচ্ছে। আবার আমাদের দেশেরই অনেক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে। শিক্ষামন্ত্রীর কথায় যে উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে সেটি যথার্থ। তবে এটি কীভাবে বাস্তবায়ন করা যায় আমাদের সে বিষয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন: চাপ-জালিয়াতি সামলাতে দ্বিতীয়বারে ভর্তি পরীক্ষার সুযোগ দিচ্ছে না ঢাবি

শিক্ষামন্ত্রী এবং ইউজিসির এমন বক্তব্য নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে। তিনি বলেন, শিক্ষার্থী ভর্তি নিয়ে আমাদের নিজেদের একটি পদ্ধতি রয়েছে। আমরা অনেক চিন্তাভাবনা করে সেকেন্ড টাইম ভর্তির সুযোগ বন্ধ করেছি। আমাদের যে সিদ্ধান্ত ছিল সেটিই বহাল আছে। আমরা এভাবেই শিক্ষার্থী ভর্তি নেব।

প্রসঙ্গত, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখলে অনেক মেধাবী ছাত্র ঢাবিতে পড়ার সুযোগ পাবেন না- এ ধারণা থেকে ২০১৪ সালের ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে। পরে ঢাবির এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা তখন আন্দোলন করেছিলেন। এছাড়া এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক আদালতে রিটও করেছিলেন।

তুমি স্টাফ বাসে আর আসবা না, লোকাল বাসে ভাড়া দিয়ে আসবা
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় ম…
  • ১২ জানুয়ারি ২০২৬
সড়ক থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশা দাদির জিম্মায়
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের প্রশ্নফাঁস ইস্যু, সমাধানে ৫ করণীয় জানালেন এনসিপি…
  • ১২ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোটের ব্যবধান হবে ১.১ শতাংশ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9