কৃষি গুচ্ছের সভা আজ, আলোচনায় সিলেকশন বৃদ্ধি

লোগো
লোগো  © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করতে আজ রবিবার বৈঠকে বসতে যাচ্ছে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এদিন বিকাল ৪টায় এই সভা শুরু হবে।

শনিবার (১১ জুন) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাস আয়োজিত ‘কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেকশন বাতিল দাবি’ শীর্ষক লাইভ অনুষ্ঠানে এ কথা জানান গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন মিয়া।

দ্যা ডেইলি ক্যাম্পাসের স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

আরও পড়ুন: ২৫ দিনে আবেদন ১ লাখ ৯০ হাজার

অনুষ্ঠানে  অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন মিয়া বলেন, কৃষি গুচ্ছে সিলেকশন বৃদ্ধি নিয়ে শিক্ষার্থীরা আমাদের কাছে লিখিতভাবে জানিয়েছে। আজকেও বিষয়টি আলোচনা হয়েছে। এ বিষয়ে ইউজিসির বক্তব্য আমরা শুনেছি। আগামীকাল আমাদের একটি সভা রয়েছে। সভায় সিলেকশন বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করব।

তিনি আরও বলেন, সকলকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া সম্ভব নয়। কেননা আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা পরীক্ষা নিয়ে কোনো প্রশ্নের সম্মুখীন হতে চাই না। সেজন্য আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বাইরে পরীক্ষার কেন্দ্র করতে চাই না। তবে একাধিক শিফটে পরীক্ষা নেওয়ার যে বিষয়টি সামনে এসেছে সেটি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ