রাবির বি ইউনিট খুঁটিনাটি

২৫ মে ২০২২, ০৩:৫০ PM
রাবি মূল ফটক

রাবি মূল ফটক © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) দুপুর ১২টা থেকে এ আবেদন শুরু হয়েছে। আগামী ৯ জুন দিনগত রাত ১২টা পর্যন্ত এ আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। জেনে নেওয়া যাক, রাবির ‘বি’ ইউনিটের খুঁটিনাটি বিষয়ে____ 

প্রাথমিক ও চূড়ান্ত আবেদন: রাবির ‘বি’ ইউনিটে প্রাথমিক আবেদন বুধবার (২৫ মে) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। যা ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এছাড়া প্রাথমিক আবেদন শেষে চূড়ান্ত আবেদন আগামী ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ওয়েবসাইট (admission.ru.ac.bd) থেকে ভর্তিচ্ছুরা এ আবেদন করতে পারবেন।

আবেদন যোগ্যতা: মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখায় ২০২০ ও ২০২১ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ‘বি’ইউনিটে আবেদন করতে পারবেন। এছাড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন, তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।

গ্রুপভিত্তিক আবেদন যোগ্যতা:

  1. মানবিক শাখায় উত্তীর্ণ আবেদনকারীরা এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে।
  2. বাণিজ্য শাখায় উত্তীর্ণ আবেদনকারীরা এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে।
  3.  বিজ্ঞান শাখায় উত্তীর্ণ আবেদনকারীরা এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।
  4. জিসিই ‘O’ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং ‘A’ লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে উত্তীর্ণ ও উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। ‘O’ লেভেল ও ‘A’ লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীর প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে। এজন্য অনলাইনে ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। অন্যথায় ইংরেজি প্রশ্নপত্র সরবরাহ করা হবে না।

আবেদন ফি: রাবির ভর্তি পরীক্ষায় এবার প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। এছাড়া প্রাথমিক আবেদনে নির্বাচিত হলে ১১০০ টাকা আবেদন ফি দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে। 

প্রাথমিকভাবে কারা নির্বাচিত হবে: প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে বিশেষ কোটাসহ সর্বোচ্চ ৭২ হাজার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

পরীক্ষা পদ্ধতি: ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। এজন্য মোট এক ঘণ্টা সময় বরাদ্দ থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। এছাড়া প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। এই ইউনিটে পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

বি ইউনিটের মানবণ্টন (বাণিজ্য শাখা) 
ক্রমিক নং  বিষয়  প্রশ্নসংখ্যা মোট নম্বর 
বাংলা ৮  ১০ 
ইংরেজি ২০ ২৫
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২০ ২৫
হিসাববিজ্ঞান ২০ ২৫
আইসিটি ১২ ১৫

 

বি ইউনিটের মানবণ্টন (বিজ্ঞান ও মানবিক শাখা) 
ক্রমিক নং  বিষয়  প্রশ্নসংখ্যা  মোট নম্বর 
বাংলা ১৬ ২০
ইংরেজি ২৪ ৩০
সাধারণ জ্ঞান ২০ ২৫
আইসিটি ২০ ২৫

রাবি ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষার সিলেবাস: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা ‘এইচএসসি-২০২১’ এর সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। নিম্নে এই সংক্ষিপ্ত সিলেবাস তুলে ধরা হলো-

  1.  বিষয় বাংলা ১ম পত্র: 
            গদ্য: অপরিচিতা, আমার পথ, বায়ন্নর দিনগুলো, রেইনকোট, নেকলেস
            পদ্য:  ঐকতান, সাম্যবাদী, তাহারই পড়ে মনে, সেই অস্ত্র, ফেব্রুয়ারি ১৯৬৯
             বাংলা সহপাঠ্য: লালসালু উপন্যাস, সিরাজদৌল্লা নাটক
  2. বিষয় বাংলা ২য় পত্র: বানান শুদ্ধি, প্রয়োগ-অপপ্রয়োগ, বাক্য, সমাস, উপসর্গ, পারিভাষিক শব্দ, অনুবাদ, উচ্চারণ, পদ, শব্দ
  3.  ইংরেজি ১ম পত্র:  1,2,3,4,5,6,7,12 Unit
  4.  ইংরেজি ২য় পত্র: Modifier, Punctuation, Vocabulary, Phrase, Clause, Preposition, Right from of verb, Adverb, Tense, Narration, Noun
  5.  সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞান অংশে কোন সিলেবাস নেই।
  6. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি): ১ম, ২য়, ৩য়, ৪র্থ অধ্যায়
  7. একাউন্টিং ১ম পত্র: ২য়, ৩য়, ৪র্থ, ৮ম, ৯ম অধ্যায় এবং একাউন্টিং ২য় পত্র: ২য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৮ম অধ্যায়
  8. ম্যানেজমেন্ট ১ম পত্র: ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ১২দশ অধ্যায় এবং ম্যানেজমেন্ট ২য় পত্র: ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ১০ম অধ্যায়
বিভাগভিত্তিক আসনসংখ্যা  
বিষয় বিজ্ঞান ব্যবসায় শিক্ষা মানবিক 
হিসাববিজ্ঞান তথ্য ও ব্যবস্থাপনা ০৭ ১০০ ০৩
ম্যানেজমেন্ট স্টাডিজ ১২ ৮৫ ০৩
মার্কেটিং ২২ ৮৫ ০৩
 ফাইনান্স ১২ ৮৫ ০৩
ব্যাংকিং ও ইন্সুইরেন্স ০৮ ৫০ ০২
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ০৪ ২৫ ০১
ব্যবসায় প্রশাসন ইনস্টিউট ২০ ২৫ ০৫

ভর্তি পরীক্ষা: আগামী ২৭ জুলাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যেভাবে মেধা তালিকা: এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের উপর কোনো মার্কস নেই। ১০০ নম্বরের পরীক্ষায় যারা বেশি মার্কস পাবে, তারাই মেধা তালিকায় এগিয়ে থাকবে। চারটি শিফটের (গ্রুপ) আলাদা আলাদা মেধা তালিকা প্রস্তুত করা হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ইউট্যাবের শ্রদ্ধা নি…
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে যুবককে পিটিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাজশাহী-৫ আসনের ধানের শীষের প্রার্থীকে শোকজ
  • ১৯ জানুয়ারি ২০২৬
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় সুখবর পেলেন ২০ প্রার্থী, কোন দলের ক…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন রাজব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
১০ দলের ৪৭ আসন ভাগ কবে, কীভাবে—নির্বাচনী ইশতেহার কেমন হবে?
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9