রাজধানীর সাত সরকারি কলেজ

বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার হলে যায়নি ২৫% প্রার্থী

ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা  © লোগো

আজ শুক্রবার (৫ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় এই ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত।  ভর্তি পরীক্ষায় ৭৫ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নিয়েছেন। অর্থাৎ পরীক্ষার হলে যায়নি ২৫% প্রার্থী।

আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আশা করি, খুব দ্রুতই ফলাফল প্রকাশ করতে পারবো।

পরীক্ষা অধিভুক্ত সাত কলেজের সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ৷ এবার সাত কলেজের বাণিজ্য ইউনিটের মোট পাঁচ হাজার ৩১০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ২৩ হাজার ৭০০টি৷ তবে পরিবহন ধর্মঘট চলায় ভোগান্তিতে পড়েন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। অনেকে ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজিতে অতিরিক্ত ভাড়া দিয়ে পরীক্ষা দিতে আসেন।


সর্বশেষ সংবাদ