গুচ্ছ ভর্তি: প্রবেশপত্রে স্বাক্ষর করেই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে

১১ অক্টোবর ২০২১, ১১:১১ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামী ১৭ অক্টোবর থেকে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। প্রথমদিন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে গত ৭ অক্টোবর থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। প্রবেশপত্রে ভর্তিচ্ছুদের স্বাক্ষরের জায়গা ফাঁকা থাকায় বিষয়টি নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। স্বাক্ষরের ঘর ফাঁকা থাকবে? নাকি স্বাক্ষর করেই কেন্দ্রে যেতে হবে তা নিয়ে সন্দিহান তারা।

বিষয়টি নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে যোগাযোগ করা হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সাথে।

তিনি জানান, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকায় শিক্ষার্থীদের বলাই আছে স্বাক্ষর ছাড়াই ফরম পূরণ করতে হবে। সেজন্য প্রবেশপত্রে স্বাক্ষরের ঘর ফাঁকা রয়েছে। প্রবেশপত্র ডাউনলোডের পর ভর্তিচ্ছুদের এই ফাঁকা জায়গায় স্বাক্ষর করতে হবে। প্রবেশপত্রে স্বাক্ষর করেই তাদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।

অধ্যাপক মুনাজ আহমেদ নূর আরও বলেন, পরীক্ষা কেন্দ্রে যিনি থাকবেন তিনি প্রবেপত্রের স্বাক্ষরের সাথে পরীক্ষা কেন্দ্রের ভেতরে করা ভর্তিচ্ছুদের স্বাক্ষর মিলিয়ে দেখবেন। দুটি স্বাক্ষরের মিল থাকতে হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটে, ২৪ অক্টোবর মানবিক বিভাগের ‘বি’ ইউনিটে এবং ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬