ভর্তিচ্ছুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি রাবি শিক্ষার্থীদের

২৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৯ PM
ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ একাধিক দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ একাধিক দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও ভোগান্তি নিরসনসহ তিন দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এক স্মারকলিপিতে এ দাবি জানিয়ে একটি অনুলিপি প্রক্টর দপ্তরে জমা দেন তারা।

এসময় শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির সভাপতি কে এম সাকিব, সাংগঠনিক সম্পাদক রিপন মাহমুদ, সদস্য মেহেদী সজীব, আসাদুল্লাহ গালিব।

তাদের অন্য দাবিগুলো মধ্যে রয়েছে- ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস অভ্যন্তরে আবাসন ব্যবস্থা করতে হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। মেসগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের বিনা ভাড়ায় থাকার ব্যবস্থা করতে হবে।

পড়ুন: ভর্তিচ্ছু ছাত্রীদের হলে রাখার ব্যবস্থা করছে রাবি

স্মারকলিপিতে বলা হয়, পরীক্ষায় অংশ নিতে আসা বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আবাসনের জন্য কোন সুসমন্বিত ব্যবস্থা আমরা এখনও দেখিনি। শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের সাথে রাজশাহীর মেস মালিকদের দুরাচরনের কথা সর্বজনবিদিত। তাছাড়া প্রতিরাত থাকার জন্য শিক্ষার্থীদের গুনতে হবে ২০০ টাকা যা অযৌক্তিক।

এর আগে, গতকাল মঙ্গলবার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে ক্যাম্পাসের অভ্যন্তরে সুষ্ঠু ও নিরাপদ আবাসনের দাবি জানিয়ে ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

আসন্ন ৪, ৫, ৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৩ শিফটে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। এ বছর মোট ভর্তিচ্ছু সংখ্যা প্রায় ১ লাখ ২৮ হাজার।

কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে …
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬