‘গুচ্ছের তৃতীয় ধাপে পর্যাপ্ত আবেদন পড়েছে’

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ফটো

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় তৃতীয় ধাপে চূড়ান্ত আবেদনের সময় শেষ হয়েছে। এই ধাপে পর্যাপ্ত পরিমাণ আবেদন জমা পড়েছে। আবেদনকৃতদের মধ্যে মেরিটে এগিয়ে থাকা ১১ হাজার ১৯৬ জন শিক্ষার্থীকে ইতোমধ্যে এসএমএস পাঠিয়ে আবেদন ফি জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান গুচ্ছ ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

তিনি বলেন, আমরা তৃতীয় ধাপে শিক্ষার্থীদের কাছে দারুণ সাড়া পেয়েছি। আমাদের কাছে ‘সাফিসিয়েন্ট’ (পর্যাপ্ত) আবেদন জমা পড়েছে। এসএমএস প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পাবেন।

অধ্যাপক মুনাজ আরও বলেন, আমরা ১১ হাজার ১৯৬ জন শিক্ষার্থীকে এসএমএস পাঠিয়েছি। এদের মধ্যে যদি সবাই টাকা জমা না দেয় তাহলে তৃতীয় ধাপে আবেদনকৃতদের মধ্যে সিরিয়ালে যারা এগিয়ে রয়েছেন তাদের আমরা এসএমএস পাঠিয়ে আবেদনের টাকা জমা দেওয়ার জন্য বলবো।

তৃতীয় ধাপে মোট কতজন আবেদন করেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এবার আবেদনকৃত ছাত্রছাত্রীদের সংখ্যা জানাব না। এটি করলে অনেক কথা ছড়াতে পারে।


সর্বশেষ সংবাদ