তিন ধাপে শেষ হলো গুচ্ছ ভর্তির আবেদন

১৪ সেপ্টেম্বর ২০২১, ০১:১২ PM
২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় তৃতীয় ধাপে চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। এরপর আর আবেদনের সুযোগ থাকছে না। প্রথম ও দ্বিতীয় ধাপের পর প্রাথমিক আবেদনে বাদ পড়াদের সবাই তৃতীয় ধাপে আবেদন করতে পেরেছেন। এই ধাপে চূড়ান্ত আবেদনের টাকা জমা দেওয়ার জন্য ১১ হাজার ১৯৬ জন শিক্ষার্থী এসএমএস পাবেন।

তৃতীয় ধাপের চূড়ান্ত আবেদন গত শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হয়ে চলে গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত। প্রাপ্ত আবেদকারীদের মধ্য হতে ভর্তি নির্দেশিকায় উল্লেখিত নিয়মানুসারে প্রয়োজনীয় সংখ্যক আবেদনকারীকে (এসএমএস এর মাধ্যমে জানানো হবে) আগামীকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ২টা হতে ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টার মধ্যে অবশ্যই আবেদন ফি পরিশোধ করতে হবে। অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে। 

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিক আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা যারা আগ্রহী ছিলেন তাদের সবাইকে চূড়ান্ত আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। নতুন করে আর আবেদনের সুযোগ থাকছে না।

তিনি আরও বলেন, এখন আবেদনের ফি জমা দেওয়ার জন্য ১১ হাজার ১৯৬ জন শিক্ষার্থী এসএমএস পাঠানো হবে। এরপর আসন খালি থাকা সাপেক্ষে আবার শিক্ষার্থীদের এসএমএস পাঠানো হবে। একজনের জন্য আসন খালি থাকলেও সেটার জন্য এসএমএস পাঠানো হবে।

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬