গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা

বিভাগ পরিবর্তন ইউনিট বহালসহ তিন দাবিতে হাইকোর্টে রিট

  © ফাইল ফটো

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট বহালসহ ৩ দাবিতে হাইকোর্টে রিট করেছেন ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আজ সোমবার (২৯ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।

রিট আবেদনকারী শিক্ষার্থীদের আইনজীবী সাইফুল ইসলাম সোহেল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট সাবমিট করা হয়েছে। আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।

এর আগে বেশ কিছুদিন থেকে ৩ দফা দাবিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের স্মারকলিপি, প্রসক্লাব ও ইউজিসির সামনে মানববন্ধন এবং বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দীর্ঘ আন্দোলনের পরেও শিক্ষার্থীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় আজ রিটটি করা হয় বলে জানান তাদের আইনজীবী।

পড়ুন: ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ এপ্রিল

রিট আবেদনে বলা হয়েছে, চলতি সেশনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে শিক্ষার্থীদের কিছু না জানিয়ে একেবারে হঠাৎ করেই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য প্রকাশিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রজ্ঞাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না— এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় বিলম্ব ছাড়াই গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় শিক্ষার্থীদের তিন দাবি মেনে নেয়ার আরজি করা হয়েছে রিটে।

এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয়, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়, গুচ্ছ পরীক্ষার আয়োজক কমিটিসহ ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- (বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে) বিভাগ পরিবর্তন ইউনিট বহাল, সিলেকশন বাতিল এবং ভর্তি আবেদন যোগ্যতায় পূর্বের জিপিএ বহাল করতে হবে।

আইনজীবী সাইফুল ইসলাম সোহেল বলেন, তিন দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে আন্দোলন-সংগ্রাম করে আসছে। কর্তৃপক্ষ তাদের দাবির যৌক্তিকতা বুঝলেও তারা মেনে নিচ্ছে না। তারা যে পদ্ধতিতে ভর্তি পরীক্ষার কথা বলছে এতে অনেক মেধাবী শিক্ষার্থীরাও বঞ্চিত হবেন। এতে সংবিধান অনুযায়ী সুযোগের সমতার লঙ্ঘন হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে যৌক্তিকতা তুলে ধরেই রিট সাবমিট করা হয়েছে। এতে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের তিন দাবি মেনে নেয়ার বিষয়ে রিট আবেদনে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ