সাত কলেজের ভর্তি পরীক্ষা হবে সব শেষে

প্রতীকী
প্রতীকী

ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় অংশ নেয়া সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অধ্যাপক ড. এ এস এস মাকসুদ কামাল সাত কলেজের নতুন সমন্বয়ের দায়িত্ব পাওয়ার পর অধ্যক্ষদের সঙ্গে এটি তার প্রথম সভা ছিল। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় থাকলেও তেমন কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। সংক্ষিপ্ত আলোচনার পর আমাদের সৌজন্য সাক্ষাতের মাধ্যমে সভাটি শেষ হয়েছে।

সাত কলেজের ভর্তি পরীক্ষার বিষয়ে অধ্যাপক আশরাফ হোসেন বলেন, প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। পরে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হলে সাত কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কথা হয়। পরে এ বিষয়ে অধ্যক্ষদের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এর আগে এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাত কলেজের নতুন প্রধান সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এস মাকসুদ কামাল।

সভায় অংশ নেয়া ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য বলেন, এটি মূলত একটি পরিচিতি সভা ছিল। সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তবে পরিচিতি সভা হলেও এখানে সাত কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা হয়েছে। আলোচনার মাধ্যমে ধীরে ধীরে সাত কলেজের সব সমস্যার সমাধান করা হবে।


সর্বশেষ সংবাদ