ইবিতে কোটায় ভর্তির শর্ত শিথিল

  © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিতে কোটায় শর্ত শিথিল করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, ইতোপূর্বে কোটায় ভর্তির ক্ষেত্রে প্রায় প্রতিটি কোটায় আলfদা শর্ত বিদ্যমান ছিল। যেটি এক প্রকার বৈষম্য। তাই এসকল বৈষম্য দূরীকরণ ও বিভিন্ন বিভাগের শর্ত শিথিলের দাবির প্রেক্ষিতে সকল কোটায় ভর্তির ক্ষেত্রে সমতা আনা হয়েছে।

এসময় তিনি আরো বলেন, পূর্বে কোটায় ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ৩২ ও পোষ্য কোটার ক্ষেত্রে ২৬ নম্বর নির্ধারিত ছিলো। কিন্তু এবার এ শর্ত শিথিল করে সকল কোটার ক্ষেত্রে ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে। যেকোনো কোটায় একজন শিক্ষার্থী ২০ নম্বর পেলেই ভর্তির আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, কোটায় ভর্তির আবেদনের তারিখসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।


সর্বশেষ সংবাদ