নোবিপ্রবিতে সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২৭ অক্টোবর ২০১৮, ০৭:৫৮ PM

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) স্নাতক (সম্মান) শ্রেণীর দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার নোবিপ্রবি ক্যাম্পাস এবং ক্যাম্পাসর বাহিরের সকল কেন্দ্রে একযোগে সকাল সাড়ে ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত সকাল শিফটের এবং বিকাল ৩ থেকে সাড়ে ৪ টা পর্যন্ত বিকাল শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজকের অনুষ্ঠিত ‘সি’ ও ‘ডি’ ইউনিটে পরীক্ষার্থীর উপস্থিতি ছিলো শতকরা প্রায় ৭৮ ভাগ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রকোশলী ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মাহাম্মদ ইউছুফ মিঞা, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সৈয়্দ আতিকুল ইসলাম, ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক, প্রক্টর ড. এস এম নজরুল ইসলাম, শিক্ষা বিভাগর চেয়ারম্যান মো. ওয়ালিউর রহমানসহ উচ্চ পর্যায়র একটি ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। ভিজিল্যান্স টিম নিয়ে সকালে প্রথমে উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের সোনাপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। বিকালে নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয় পরিদর্শন যান তিনি ।

উল্লেখ্য, এবার ভর্তি সংক্রান্ত যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভর্তি কমিটি এবং ১৬টি উপ-কমিটি গঠন করা হয়। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে সম্মান শ্রেণীর প্রকশলী ও প্রযুক্তি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও মানবিক, ব্যবসায় প্রশাসন, শিক্ষা বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদসহ ৬টি অনুষদ এবং আইআইটি ও আইআইএসসহ ২টি ইনস্টিটিউটের অধীনে মোট ৩০টি বিষয় এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৩০টি বিষয়ের ১ হাজার ৩২০ আসনর বিপরীতে আবেদন জমা পড়েছে ৭০ হাজার ২৯৮টি। সে হিসেব প্রতি আসনর জন্য লড়ছে ৫৩ ভর্তিছু শিক্ষার্থী। আজ পরীক্ষার দ্বিতীয় দিন ‘সি’ এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামীকাল ‘ই’ এবং ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬