ডেন্টাল ভর্তি পরীক্ষা ৮ মার্চ

২০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ আয়োজনের প্রস্তাব করা হয়েছে। আগামী রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে অনুষ্ঠিত সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। এই খসড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। খসড়ায় ভর্তি বিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমাসহ যাবতীয় বিষয় উল্লেখ করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা আজ বুধবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আগামী রোববার (২৪ ডিসেম্বর) এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের একটি সভা রয়েছে। ওই সভায় বিডিএস ভর্তি পরীক্ষার খসড়া চূড়ান্ত করা হতে পারে। আগামী ৮ মার্চ বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে—জানাল অধিদপ্তর

এমবিবিএস ভর্তি পরীক্ষার মতো বিডিএস ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, ‘নির্বাচনের কারণে ২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার তারিখে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি আয়োজন করা হবে। বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আগামী ৮ মার্চ এ ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।’

এর আগে গত বছরের ৫ মে ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার একদিন পর ৭ মে ফল প্রকাশ করা হয়। দেশের একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪০টি।

ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশেষ টিকায় কমবে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি, কোন বয়সে নেওয়…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে সামরিক অর্থন…
  • ২৭ জানুয়ারি ২০২৬