কৃষি গুচ্ছ ভর্তি: চট্টগ্রামে অংশ নিয়েছেন ৫৩৯২ শিক্ষার্থী 

চট্টগ্রামের একটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা
চট্টগ্রামের একটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা   © সংগৃহীত

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী দেশের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় চট্টগ্রামে মোট ৫ হাজার ৩৯২ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে সিভাসু কেন্দ্রে ১ হাজার ৭২৫ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ৩ হাজার ৬৬৭ জন।  

শনিবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়। গুচ্ছ পদ্ধতির এই পরীক্ষার মাধ্যমে ৮টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একক মেধা তালিকা প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়গুলো হলো : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

চুয়েট কেন্দ্রে ভর্তি পরীক্ষায় ২০০১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ৮৬ দশমিক ২১ শতাংশ। পক্ষান্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ৪ হাজার ৬২৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ৭৯ দশমিক ২২ শতাংশ।

সিভাসু ক্যাম্পাসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন সিভাসু উপাচার্য প্রফেসর ড. এ এস এম লুৎফুল আহসান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. কামাল, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (ছাত্রকল্যাণ) ড. সুব্রত কুমার শীল, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, সমন্বয়ক (উচ্চ শিক্ষা) প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, প্রফেসর ড. মো. মাসুদুজ্জামান, প্রফেসর ড. জান্নাতারা খাতুন, সিলেক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মিঠু চৌধুরী। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে পরীক্ষা গ্রহণের দায়িত্বে ছিলেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আশরাফ আলি বিশ্বাস এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence