এনাম নার্সিং কলেজে ভর্তি বিজ্ঞপ্তি

এনাম নার্সিং কলেজ
এনাম নার্সিং কলেজ  © সংগৃহীত

২০২০-২০২৪ শিক্ষাবর্ষে এমএসএন (মাস্টার অব সায়েন্স ইন নার্সিং  ) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত এনাম নার্সিং কলেজ। 

প্রোগ্রামসমূহ:

১। এডাল্ট এন্ড এন্ডারলি হেলথ নার্সিং

২। চাইল্ড হেলথ নার্সিং

৩। কমিউনিটি হেলথ নার্সিং

৪। নার্সিং ম্যানেজমেন্ট

৫। মেন্টাল হেলথ এন্ড সাইক্রিয়াট্রিক নার্সিং

আবেদনের যোগ্যতা:

> বাংলাদেশ নার্সিং ও মিডওয়াফারি কাউন্সিল (বিএনএমসি) কর্তৃক স্বীকৃত যে কোন নার্সিং কলেজ থেকে নার্সিং / পাবলিক হেলথ নার্সিং-এ স্নাতক ডিগ্রী।

> বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল প্রদত্ত স্থায়ী নিবন্ধনপত্র (হালনাগাদ) থাকতে হবে। > চাকরিরত আবেদনকারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি প্রাপ্ত হতে হবে।

প্রয়োজনীয় নথি:

> প্রার্থীকে অবশ্যই অফেরতযোগ্য ১০০০/- (এক হাজার) টাকার বিনিময়ে কলেজ অফিস হতে উত্তোলিত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

> জাতীয় পরিচয়পত্র কপি সংযুক্ত করতে হবে।

> সদ্য তোলা দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

আবেদন যেভাবে: অফিস চলাকালীন সময়ে (সকাল ৮ টা হতে দুপুর ২:৩০ পর্যন্ত) ভর্তি ফরম উত্তোলন ও জমা দেয়া যাবে।

আবেদনের সময়সীমা: ১ এপ্রিল ২০২৩ হতে ১০ মে ২০২৩ তারিখ পর্যন্ত

ভর্তি পরীক্ষা: ২০ মে ২০২৩; শনিবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির সময় মূল সনদপত্র কলেজে জমা রাখতে হবে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: অধ্যক্ষের কার্যালয়, ব্লক-সি (৮ম তলা), এনাম নার্সিং কলেজ, ৯/৩ পার্বতীনগর, থানা রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: 022233৭১১৯৬-৯৮, 01754856635, 0191215097৪, ০১৮১৯৬৯১৫৯৩, 01716357755 হটলাইন: ১০৬০৩, ইমেইল: enamnursingcollege@gmail.com ওয়েবসাইট: www.enc.edu.bd


সর্বশেষ সংবাদ