২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আজ

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ২২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সভায় বসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বেলা ২টার দিকে এ সভা হতে পারে বলে জানা গেছে। সভা থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

একাধিক সূত্রে জানা গেছে, সভায় ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও শিক্ষক সমিতির নেতাদের ডাকা হয়েছে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার দাবি তুলেছেন। তার পরিপ্রেক্ষিতে শিক্ষক সমিতির নেতাদের ডাকা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সভা ডাকার বিষয়টি নিশ্চিত করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন রোববার (২৬ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সোমবার দুপুরের পর শিক্ষামন্ত্রী আমাদেরকে ডেকেছেন। শিক্ষক সমিতিও থাকবে।

উপাচার্য বলেন, শিক্ষকদেরও ডাকায় ধারণা করছি, গুচ্ছ ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে। একটি পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় পরিচালনার বিষয়ে উপাচার্যদের কিছু বিষয় থাকবে। সেগুলো সভায় উপস্থাপনের চেষ্টা করবেন।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাতে গুচ্ছ কমিটির সভায় উপাচার্যরা এবারও একসঙ্গে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হন। তবে জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার বিষয়ে আপত্তি জানিয়েছিল। এরপরও শেষ পর্যন্ত তারা থাকবে বলে দায়িত্বশীলরা জানিয়েছেন।

সভায় প্রাথমিক সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া আগামী জুলাইয়ের মধ্যে শেষ করা হবে। ভর্তিচ্ছুরা যেসব বিষয়ে ভোগান্তির শিকার হয়েছেন, সেগুলো সমাধানের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। নতুন কোনও বিশ্ববিদ্যালয় গুচ্ছে আসবে কি-না, তা আরও পরে জানা যাবে। আগামী মে মাসে ভর্তি পরীক্ষা হতে পারে।

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় জবি থাকছে কি না, এ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে গত বুধবার (২২ ফেব্রুয়ারি) একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা হওয়ার কথা ছিল। তবে শেষ মূহুর্তে তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সভাটি আজ রোববার পুন:নির্ধারণ করা হয়েছে। তবে শিক্ষামন্ত্রী উপাচার্যদের ডাকায় এ সভা হবে কি-না, সে বিষয়ে কিছু জানা যায়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence