মেডিকেল ভর্তি প্রস্তুতি | ২০২০-২১ সালের প্রশ্ন থেকে

মেডিকেল ভর্তি প্রস্তুতি
মেডিকেল ভর্তি প্রস্তুতি  © সংগৃহীত

ঘনিয়ে আসছে মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ। ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে মেডিকেল এর ২০২০-২১ সালের সমাধানসহ প্রশ্ন।

1. শ্যাওলাগুলোর (algae) অযৌন প্রজনন কোনটি দ্বারা সম্পন্ন হয়?

(a) Rhizoid

(b) Fragmentation

(c) Tuber

(d) Spore

2. কোনটি ভাইরাস বৃদ্ধিতে বাধা দেয়?

(a) Interferon

(b) Lactone

(c) Lysozyme

(d) Defensin

3. কম তাপমাত্রায় কোনটি সংরক্ষণ করা যায়?

(a) Bulb

(b) Seed

(c) Flower

(d) Rhizome

4. নিম্নের কোনটিতে কুঁড়ি সৃষ্টি (Budding) হয়?

(a) Homie

(b) Hibiscus rosa-sinensis

(c) Rose

(d) Lemon

5. উদ্ভিদ দ্বারা কোন anion টি সবচেয়ে দ্রুত শোষিত হয়?

(a) NO3-

(b) HCO3-

(c) SO4^2-

(d) OH-

6. কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়?

(a) গ্লটেলিন (Glutelin)

(b) প্রোটামিন (Protamine)

(c) হিস্টোন (Histone)

(d) অ্যালবুমিন (Albumin)

7. ছত্রাক কোষ প্রাচীরের প্রধান

(a) Chitin

(b) Cellulose

(c) Glycogen

(d) Starch

8 . কোষের কোথায় ক্রেবস চক্র (Krebs cycle) সংঘটিত হয়?

(a) Cytoplasm

(b) Ribosome

(c) Mitochondria

(d) Chloroplast

9. মানুষের সোমাটিক কোষে কয়টি অটোসোম থাকে?

(a) ২৩

(b) ২২

(c) ৪৪

(d) ৪৬

10. নিচের কোনটি ফসফোলিপিড

(a) কিউটিন (Cutin)

(b) টারপিন (Terpene)

(c) সুবেরিন (Suberin) 

(d) লেসিথিন (Lecithin)

11. কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়?

(a) টিস্যু কালচার (Tissue culture)

(b) এক্সক্সপ্লান্ট কালচার (Explant culture)

(c) রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি (Recombinant DNA technology)

(d) ন্যানো টেকনোলজি (Nanotechnology)

12. Golgi complex কোনটি সংশ্লেষ (Synthesis) করে না?

(a) Sperm

(b) Ribosome

(c) Lysosome

(d) Enzyme

13. Alveolus থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে?

(a) Osmosis

(b) Respiration

(c) Transpiration

(d) Diffusion

14. কোনটি Exocrine গ্রন্থি নয়?

(a) Thyroid gland

(b) Pancreas

(c) Liver

(d) Salivary gland

15. কোনটি হাড়ের সাথে পেশি সংযুক্ত করে?

(a) Myofibril

(b) Ligament

(c) Synovium

(d) Tendon

16. কোনটি আমিষ পরিপাককারী (digesting) এনজাইম?

(a) Lipase

(b) Pepsin

(c) Lactase

(d) Isomaltase

17. নেমাটোসিস্টের (Nematocyst) ভিতরে বিষাক্ত তরল পদার্থের নাম কি?

(a) Hypnotoxin

(b) Toxin

(c) Hemocyanin

(d) Hemozoin

18. ঘাসফড়িং এর রক্ত কণিকার নাম কি?

(a) Leukocyte

(b) Erythrocyte

(c) Thrombocyte 

(d) Hemocyte

19. ক্ষুদ্রান্ত্রের কোন স্তরে পানপাত্র সেল (Goblet cell) পাওয়া যায়?

(a) Serosa

(b) Muscularis mucosal

(c) Mucosa

(d) Submucosa

20. রক্ত হল-

(a) কিছুটা অম্লীয়

(b) নিরপেক্ষ

(c) সামান্য ক্ষারীয়

(d) শক্তিশালী (strongly) অম্লীয়

21. মাথার খুলিতে কয়টি হাড় রয়েছে?

(a) 23

(b) 33

(c) 29

(d) 17

22. কোনটি attenuated টিকা?

(a) Diphtheria vaccine 

(b) BCG vaccine

(c) Hepatitis B vaccine

(d) Tetanus vaccine

23. কোন কোষ ম্যাক্রোফেজে (macrophages) রূপান্তরিত হয়?

(a) Eosinophil

(b) Monocyte

(c) Basophil

(d) Lymphocyte

24. কোন পদ্ধতিতে Hydra লম্বা দূরত্ব অতিক্রম করে?

(a) ডিগবাজি (summersaulting)

(b) হামাগুড়ি (looping)

(c) সাঁতার

(d) গ্লাইডিং (gliding)

25. কোন এনজাইম অগ্ন্যাশয়ে নাই?

(a) Ptyalin

(b) Maltase

(c) Trypsin

(d) Amylase

26. ভ্রূণে লোহিত কণিকাসমূহ নিম্নের কোথায় তৈরি হয়?

(a) থাইমাস

(b) অগ্ন্যাশয়

(c) প্লীহা

(d) অস্থিমজ্জা

27. প্রশ্বাস বায়ুতে কার্বন ডাই অক্সাইড (CO₂) এর পরিমাণ কত?

(a) ৫.২%

(b) ১৩.৭%

(c) ২০.০%

(d) ০.৪%

[বি.দ্র.: সঠিক উত্তর ০.০৪%; নিকটতম অপশন ০.৪%]

28. প্রাণিজগতের বৃহত্তম Phylum কোনটি?

(a) Arthropoda

(b) Porifera

(c) Mollusca

(d) Annelida

29. লিভারের কোন লোবটি পিত্তথলির সাথে সংযুক্ত থাকে?

(a) Right lobe

(b) Quadrate lobe

(c) Left lobe

(d) Caudate lobe

30. গ্রোথ হরমোন কোথায় তৈরি হয়?

(a) Thalamus

(b) Hypothalamus

(c) Adrenal gland

(d) Pituitary gland

31. দুধে নিচের কোন disaccharide টি থাকে?

(a) Sucrose

(b) Cellulose

(c) Lactose

(d) Maltose

32. নিচের কোন অক্সাইড পানিতে মিশালে সবচেয়ে বেশি অম্লীয় দ্রবণ তৈরি করে?

(a) CO

(b) SiO2

(c) P2O5

(d) CO2

33. মানবদেহের রক্তে কোন বাফার দ্রবণ (Buffer solution) থাকে?

(a) NaHCO3 and H₂CO₃

(b) NH4Cl and NH4OH

(c) CH3COONa and CH3COOH

(d) Na2HPO4 and H₃PO₄

34. ফুড প্রিজারভেটিভ হিসাবে ব্যবহৃত সাইট্রিক এসিডের pH কত?

(a) 4.74

(b) 4.50

(c) 3.14

(d) 3.01

35. সমবায় বন্ধনে (covalent bond) ইলেকট্রনগুলির জন্য নিচের কোন উপাদানটির সর্বাধিক আকর্ষণ আছে?

(a) Ge

(b) Se

(c) Br

(d) As

36. নিচের কোন পরমাণুর ঐ অরবিটালে ইলেকট্রন আছে?

(a) Ca

(b) Sc

(c) Ar

(d) K

37. নিচের কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম?

(a) 1 * 10 ^ - 5 cm

(b) 1 * 10 ^ - 10 cm

(c) 1 * 10 ^ - 13 cm

(d) 1 * 10 ^ -8 cm

38. নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট?

(a) Be2+

(b) Na+

(c) Mg2+

(d) Ca2+

39. নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক (negative catalyst)?

(a) SO3

(b) Glycerine

(c) SO2

(d) Na

40. 0.1 HCI দ্রবণ প্রস্তুতের জন্য ঘনকৃত HCI পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয়?

(a) Wash bottle

(b) Measuring cylinder

(c) Volumetric flask

(d) Pipette

41. তড়িৎচুম্বকীয় বর্ণালীতে (electromagnetic spectrum) নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?

(a) UV-ray

(b) X-ray

(c) TV-waves

(d) Infrared ray

42. নিচের কোন দ্রবণের pH সর্বাধিক?

(a) 0.01 M HCI

(b) 0.01 M HNO3

(c) 0.01 M H₂SO₄

(d) 0.01 M H2CO3

43. প্রতিক্রিয়ার অ্যাক্টিভেশন শক্তি নির্ধারণে কোনটি সহায়ক হবে?

(a) Concentration of reactant

(b) Nature of reactant

(c) Temperature

(d) Collision rate

44. দুটি পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে কি বন্ধন গঠিত হয়?

(a) Ionic bond

(b) Metallic bond

(c) Covalent bond

(d) Hydrogen bond

45. নিচের কোনটির গলনাঙ্ক (melting point) সবচাইতে কম?

(a) AgCl

(b) AgF

(c) AgBr

(d) Agl

46. হাইড্রোকার্বন জ্বালানী এবং কয়লার অসম্পূর্ণ জ্বলন থেকে কোন গ্যাস উৎপাদিত হয়? 

(a) SO2

(b) CO

(c) CO2

(d) SO3

47. শুকনো (dry) H₂ গ্যাসের চাপ কত হবে?

(a) 105 kPa

(b) 101.325 kPa

(c) 101.75 kPa

(d) 108.25 kPa

48. এক mol CH₂OH- এ কতটি পরমাণু থাকে?

(a) 12 * 10 ^ 23

(b) 6

(c) 6 * 10 ^ 23

(d) 3.6 * 10 ^ 24

49. ডিনামাইট তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয়?

(a) Nitrotoluene

(b) Nitroglycerine

(c) Nitrophenol

(d) Nitrobenzene

50. 500 ml. 0.5 M NaOH দ্রবণ থেকে কত ml. 0.1 M NaOH দ্রবণ প্রস্তুত করা যায়?

(a) 5000 ml.

(b) 2500 mL

(c) 1350 ml

(d) 2000 mL

51. কোন উপাদান কয়লার জন্য সবচেয়ে ক্ষতিকারক?

(a) Nitrogen

(b) Silicon

(c) Sulphur

(d) Carbon

52. নিম্নলিখিত কোন গ্যাস photochemical ধোঁয়াশার (Smog) জন্য দায়ী নয়?

(a) Hydrocarbon

(b) O3

(c) NO₂

(d) CFC

53. নিচের কোনটি কম বিক্রিয়াশীল ধাতু?

(a) Chromium

(b) Silver

(c) Platinum

(d) Gold

54. নিচের কোনটি উত্তপ্ত লোহার উপস্থিতিতে অ্যাসিটিলিন দ্বারা উৎপাদিত হয়?

(a) Neoprene

(b) Ethane

(c) Cyclohexane

(d) Benzene

55. পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান ধাতুটি হলো-

(a) Cu

(b) Fe

(c) Na

(d) Al

56. যদি কোন বস্তু ভূমির উপরে তোলা হয়, তবে কোন শক্তির বিপরীতে কাজটি করা হলো?

(a) রাসায়নিক শক্তি (Chemical force)

(b) মাধ্যাকর্ষণ শক্তি (Gravitational force)

(c) ঘর্ষণমূলক শক্তি (Frictional force)

(d) তড়িৎ চৌম্বকীয় শক্তি (Electromagnetic force)

57. একটি সাধারণ সুরেলা দোলনের (simple harmonic oscillation) জন্য, কৌণিক স্থানচ্যুতি (angular displacement) নিচের কোনটির চেয়ে বেশি হতে পারে না?

(a) 3°

(b) 4°

(c) 6°

(d) 5°

58. 100 ডিগ্রি সেলসিয়াসে পানির বাষ্পের চাপ হয়-

(a) 760 mm Hg

(b) 55 mm Hg

(c) 355 mm Hg

(d) 1489 mm Hg

59. শিশিরাঙ্ক বলতে কি বুঝায়?

(a) তাপ

(b) আপেক্ষিক আর্দ্রতা

(c) তাপমাত্রা

(d) আর্দ্রতা

60. একটি 2 কেজি ভরের বস্তু 10 মিটার উচ্চতা থেকে পড়লে, ভূমি স্পর্শ করার পূর্ব মুহুর্তে এর গতিশক্তি কত হবে?

(a) 95.0 J

(b) 74.4 J

(c) 19.6 J

(d) 39.2 J

[বি.দ্র.: সঠিক উত্তর 196 J হবে অথবা প্রশ্নে 1 মিটার হবে। এখানে নিকটতম অপশন 19.6 J]

61. 10 কেজি ভরের বস্তু (object) যদি 12ms বেগে চলে, তবে এর ভরবেগ (momentum) হবে-

(a) 120 kgms^-1

(b) 1.2 kgms^-1

(c) 12 kgms^-1

(d) 10 kgms^-1

62. একটি বস্তুর ভর পৃথিবীতে ৭৫ কেজি। চাঁদে বস্তুটির ভর কি হবে?

(a) 70 Kg

(b) 280 Kg

(c) 14 Kg

(d) 75 Kg

63. বল (force) এবং স্থানচ্যূতকরণের মধ্যের কোণটি যদি 0° হয়, তবে কাজের পরিমাণ হবে-

(a) সর্বোচ্চ

(b) অসীমতা

(c) শূন্য

(d) ন্যূনতম

64. 15 ওয়াট (Watt) ক্ষমতা অর্থ-

(a) 3 J work in 5 sec

(b) 1 J work in 15 sec

(c) 5 J work in 3 sec

(d) 15 J work in 1 sec

65. কোন তীব্রতার মাত্রাকে কানের শ্রবণসীমা (Threshold of audibility of ear) বলে?

(a) 10 dB

(b) 0 dB

(c) 2 dB

(d) 1 dB

66. Scalar quantity এবং magnitude of gradient এর মধ্যে সম্পর্কটি হল-

(a) Equal

(b) Opposite

(c) Proportional

(d) Disproportional

67. সূর্যোদয়ের দিকে ১২ মিটার যাওয়ার পরে, এক ব্যক্তি উত্তর দিকে ৫ মিটার চলে গেল। তার স্থানচ্যুতি কি হবে?

(a) 17m

(b) 17.67m 

(c) 16.67m

(d) 13m

68. স্থির তাপমাত্রার ক্ষেত্রে সমস্ত গ্যাসের অণুগুলির জন্য কোন প্যারামিটার ধ্রুব (constant)?

(a) ভর

(b) গতিশক্তি

(c) আয়তন

(d) গতিবেগ

69. নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয়?

(a) রক্তিম দৈত্য (Red giant)

(b) কৃষ্ণ গহ্বর (Black hole)

(c) সুপারনোভা (Supernova)

(d) শ্বেতবামন (White dwarf)

70. আলোর দ্রুতিতে চলমান কোন কণার (particle) বস্তুর ভর কত?

(a) শূন্য

(b) দ্বিগুণ

(c) অর্ধেক

(d) অসীম

71. বস্তুর কোন বৈশিষ্ট্যটি পাইরোমিটারে ব্যবহৃত হয়?

(a) অপটিক্যাল বৈশিষ্ট্য

(b) দৈর্ঘ্য সম্প্রসারণ বৈশিষ্ট্য

(c) বিকিরণ বৈশিষ্ট্য

(d) বৈদ্যুতিক বৈশিষ্ট্য

72. কোন রশ্মির সর্বাধিক অনুপ্রবেশ ক্ষমতা রয়েছে?

(a) X-ray

(b) Beta

(c) Alpha

(d) Gamma

73. নিচের কোনটি এসি-কে ডিসি-তে রুপান্তরিত করে?

(a) ডায়োড (Diode)

(b) ভোল্টমিটার (Voltmeter)

(c) অ্যামিটার (Ammeter)

(d) ট্রানজিস্টর (Transistor)

74. ধুলিমেঘে (dust cloud) কত শতাংশ হাইড্রোজেন থাকে?

(a) 65%

(b) 70%

(c) 60%

(d) 75%

75. একটি '200V-40W' বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে?

(a) 0.05A

(b) 0.5A

(c) 0.02A

(d) 0.2A

76. Are you an early riser? Here 'early' is:

(a) Adverb

(b) Verb

(c) Noun

(d) Adjective

77. Fill up the blank with the appropriate option: the word in the dictionary.'"

(a) look over

(b) look after

(c) look up

(d) look to

78. Choose the correct sentence.

(a) You must cut off your expenditure

(b) You must cut down your expenditure

(c) You must cut up your expenditure

(d) You must cut out your expenditure

79. Antonym of 'Bizarre' is-

(a) Flexible

(b) Horrible

(c) Messy

(d) Normal

80. The correct passive voice of the sentence 'Who

taught you grammar?' is-

(a) By whom you taught grammar?

(b) By whom grammar was taught you?

(c) By whom was you taught grammar?

(d) By whom were you taught grammar?

81. Choose the correct spelling-

(a) Enterprenor

(c) Entrepreneur

(b) Enirepreneor

(d) Enterpreneur

82. Which one of the following is antonym of 'Laud'?

(a) Adore

(b) Inept

(c) Latch

(d) Abhor

83. Choose the correct spelling-

(a) Soverenity

(b) Sovereignty

(c) Sovreinty

(d) Sovreignty

84. Masculine gender for "bee" is-

(a) Drake

(b) Dam

(c) Drone

(d) Doc

85. Choose the correct words to fill up the blank of the sentence "I have not heard from him ------"

(a) since long

(b) for a long time

(c) for long

(d) long since

86. Synonym of 'unwavering' is-

(a) Unreliable

(b) Steady

(c) Urgent

(d) Ensure

87. Which of the following sentence is the present perfect tense of 'I have just seen Mahia'?

(a) I see Mahia now

(b) I saw Mahia just now

(c) I have just saw Mahia

(d) I just saw Mahia.

[যদিও প্রশ্নের বাক্যটি নিজেই Present perfect tense; এখানে অপশন (C) অধিকতর গ্রহণীয়]

88. Which pair of words is synonymous?

(a) Clutter and Consistent

(b) Acclimatize and Accustom

(c) Apartheid and Apprehend

(d) Philanthropic and Pessimistic

89. Fill up the blank with appropriate word. I am glad- -your glorious result in the examination.

(a) of

(b) for

(c) at

(d) to

90. Fill up the blank with appropriate word: A good teacher discovers the treasure hidden__ each student.

(a) inside

(c) within

(b) in

(d) with

(d) Normal

91. বাংলাদেশে কবে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?

(a) ৬ এপ্রিল ১৯৭৩

(b) ৭ মার্চ ১৯৭৩

(c) ২৮ ফেব্রুয়ারি ১৯৭৩

(d) ১৯ এপ্রিল ১৯৭৩

92. একমাত্র বিদেশি যিনি মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য বীরপ্রতীক উপাধি পেয়েছেন-

(a) উইলিয়াম ওডারল্যান্ড

(b) আন্দ্রে মালরো

(c) রবিশংকর

(d) ডেভিড নালিন

93. মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি জাহাজের উপর মুক্তিযোদ্ধাদের অভিযানের নাম কি ছিল?

(a) অপারেশন জ্যাকপট

(b) অপারেশন মেঘদূত

(c) অপারেশন ইভনিং লাইট

(d) অপারেশন সার্চলাইট

94. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য "সাবাশ বাংলাদেশ” এর ভাস্কর কে?

(a) মৃণাল হক

(b) রূপম রায়

(c) নভেরা আহমেদ

(d) নিতুন কুন্ডু

95. "সাভার জাতীয় স্মৃতিসৌধ”- এর স্থপতি কে?

(a) সৈয়দ মঈনুল হোসেন

(b) মাযহারুল ইসলাম

(c) মৃণাল হক

(d) আবদুর রাজ্জাক

96. কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

(a) নেপাল

(b) ভূটান

(c) যুক্তরাজ্য

(d) ভারত

97. মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টর কোনটা ছিল?

(a) টাঙ্গাইল-ময়মনসিংহ

(b) রংপুর-ঠাকুরগাঁও

(c) নৌ-কমান্ডো

(d) বরিশাল-পটুয়াখালি

98. ইউনেস্কো কোন তারিখে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়?

(a) ২১ ফেব্রুয়ারি ২০০৪

(b) ১৭ নভেম্বর ১৯৯৯

(c) ২২ সেপ্টেম্বর ১৯৯৮

(d) ২৬ মার্চ ১৯৯৭

99. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

(a) ৬.০০ কিলোমিটার

(b) ৫.৯৫ কিলোমিটার

(c) ৬.১৫ কিলোমিটার

(d) ৬.৪০ কিলোমিটার

100. স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি?

(a) মোদের গরব

(b) অপরাজেয় বাংলা

(c) সাবাশ বাংলাদেশ

(d) জাগ্রত চৌরঙ্গী

 

উত্তরসমূহ: 1.D 2.A 3.D 4.C 5.A 6.A 7.A 8.C 9.C 10.D 11.C 12.B 13.D 14.A 15.D 16.B 17.A 18.D 19.C 20.C 21.C 22.B 23.B 24.B 25.A 26.C 27.D 28.A 29.B 30.D 31.C 32.C 33.A 34.C 35.C 36.B 37.D 38.A 39.B 40.B 41.C 42.D 43.D 44.C 45.D 46.B 47.C 48.D 49.B 50.B 51.C 52.D 53.D 54.D 55.D 56.B 57.B 58.A 59.C 60.C 61.A 62.D 63.A 64.D 65.B 66.A 67.D 68.B 69.B 70.D 71.C 72.D 73.A 74.D 75.D 76.D 77.C 78.B 79.D 80.D 81.C 82.D 83.B 84.C 85.C 86.B 87.C 88.B 89.C 90.A 91.B 92.A 93.A 94.D 95.A 96.B 97.C 98.B 99.C 100.D

 

 

 


সর্বশেষ সংবাদ