ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২ হাজার ৪২৪ জন ভর্তিচ্ছু আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮২৮ জন, যা মোট আবেদনকারীর ৯১ শতাংশ। মসিকিউ পদ্ধতিতে নেয়া পরীক্ষাটি ছিল ৮০ নম্বরের।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৯১ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পরীক্ষায় মোট ১৮২৮ জন পরীক্ষার্থী অংশ নেন, যা উপস্থিতির হার অনুযায়ী ৯০ দশমিক ৩২ শতাংশ। অনুপস্থিত ছিল ১৯৬ জন।

প্রশ্নপত্র দেখুন এখানে...।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence