এইচএসসি ও সমমান পরীক্ষা

গোপালগঞ্জে দুই কলেজে পাস করেনি কেউ

গোপালগঞ্জ আইডিয়াল কলেজ
গোপালগঞ্জ আইডিয়াল কলেজ  © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে গোপালগঞ্জ জেলার দুই কলেজের শিক্ষার্থীরা শতভাগ ফেল করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

শতভাগ ফেল করা কলেজ দুটির মধ্যে একটি হলো গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ আইডিয়াল কলেজ, যেখানে ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং কেউই পাশ করতে পারেনি। অপরটি হলো টুঙ্গিপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা শেখ কবীর হোসেন আইডিয়াল কলেজ, যেখানে ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন এবং সকলেই অকৃতকার্য হয়েছেন।

ফলাফল প্রকাশের পর সরেজমিনে গোপালগঞ্জ আইডিয়াল কলেজে গিয়ে দেখা গেছে, কলেজের গেটে তালা ঝুলানো। এক ঘন্টা অপেক্ষার পরও কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে পাওয়া যায়নি। বীর মুক্তিযোদ্ধা শেখ কবীর হোসেন আইডিয়াল কলেজের গেট খোলা থাকলেও সেখানে উপস্থিতি পাওয়া যায়নি।

দুই কলেজের অধ্যক্ষের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন বলেন, এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে সারা দেশের মতো গোপালগঞ্জেও হতাশাজনক ফল হয়েছে। দুই কলেজের ফলাফলের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!