আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের ২০ খুদে গণিতবিদ

১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৪:৫৭ PM
ভিআইএমসি-২০২৫ প্রতিযোগিতা পূর্ববর্তী সংবাদ সম্মেলন

ভিআইএমসি-২০২৫ প্রতিযোগিতা পূর্ববর্তী সংবাদ সম্মেলন © সংগৃহীত

আগামী ১৪ থেকে ১৯ আগস্ট ভিয়েতনামের ডা নাং শহরে শুরু হতে যাচ্ছে মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশন (ভিআইএমসি-২০২৫)। এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ২০ জন মেধাবী খুদে গণিতবিদ। এ আয়োজনের সামগ্রিক ব্যবস্থাপনায় রয়েছে ‘বাংলার ম্যাথ’ এবং মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। 

রাশিয়া, চীন, বুলগেরিয়া, রোমানিয়া, থাইল্যান্ড, ভারত, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৩২টি দেশের প্রায় ৮০০ প্রতিযোগীর সঙ্গে গ্রুপভিত্তিক গণিত লড়াইয়ে অংশ নেবে বাংলাদেশ দল।

কী-স্টেজ ২ (আপার প্রাইমারি) ক্যাটাগরিতে বাংলাদেশ অংশ নিচ্ছে দুটি দলে। বিজিডি২এ, দলে আছেন গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল ব্রাঞ্চের আরিফ ইনতিশার চৌধুরী, আগা খান অ্যাকাডেমির ফাতিমা জাহরা শেখ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের সাইফান সাওয়াদ এবং আগা খান অ্যাকাডেমির শেখ আলিমুল হাকিম। বিজিডি২বি, দলে রয়েছেন সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অরিজিৎ সাহা, স্কলাসটিকার বারিরাহ মোস্তাখার, মাস্টারমাইন্ড স্কুলের লাবিবা বিনতে ফজলে রাব্বি এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রাজর্ষি সাহা।

কী-স্টেজ ৩ (লোয়ার সেকেন্ডারি) ক্যাটাগরিতে বাংলাদেশ অংশ নিচ্ছে তিনটি দলে। বিজিডি৩এ, দলে আছেন সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তাহমীদ আল আসাদ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল শাখার বিহান পাল, সানিডেইল স্কুলের মুনতাহা মানহা এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রজেশ ভৌমিক। বিজিডি৩বি, দলে রয়েছেন সেন্ট যোসেফের মো. সারাফ ইসলাম নুহিল, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নাশওয়ান হক মাহির ও রিশান আন নাফি এবং আগা খান অ্যাকাডেমির রায়িদ আহসান।  বিজিডি৩সি, দলে আছেন সেন্ট যোসেফের আবরার জাহিন পাঠান ও অহন বনিক, নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের মাহির মোহাম্মদ শাহরিয়ার এবং গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সাকিন আল সাদাফ।

আরও পড়ুন: তরুণদের সামরিক ট্রেনিং করাতে হবে: নাহিদ ইসলাম

এ প্রতিযোগিতায় দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম মাহ্তাব হোসাইন, মো. আশরাফুল আল শাকুর ও আহমেদ শাহরিয়ার। উপদলনেতা হিসেবে আছেন ফারহান উদ্দিন ও মোহাম্মদ মাজেদুর রহমান। আগামী ১৬ আগস্ট সকালে শিক্ষার্থীরা ব্যক্তিগত ও দলগত দুটি পরীক্ষায় অংশ নেবে। এছাড়া থাকছে পাজল প্রতিযোগিতা।

বাংলার ম্যাথের সহ-প্রতিষ্ঠাতা ও দলনেতা আশরাফুল আল শাকুর বলেন, আমাদের শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা দুটোই আছে। শুধু প্রয়োজন যথাযথ সুযোগ দেওয়া ও প্রশিক্ষণের মধ্যে রাখা। তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ভালো ফল আনতে পারবে।

উপদলনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিতের শিক্ষার্থী মোহাম্মদ মাজেদুর রহমান বলেন ‌‌‌‍‌‌‍‌‌শিক্ষার্থীরা বেশ পরিশ্রম করেছে, বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিয়েছে। আশা করছি সবাই চূড়ান্ত পরীক্ষায় ভালো করবে।

অংশগ্রহণকারী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্ এর শিক্ষার্থী মাহির মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‌‌প্রশিক্ষণ ক্যাম্পগুলোতে আমরা গণিতের নানা বিষয় শিখেছি এবং অনেক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছি। মূল পরীক্ষাতে আমরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত আছি।'

এই প্রতিযোগিতা কেবল শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র জাতির তরুণ মেধাবীদের অমিত সম্ভবনাকেও বিশ্ব দরবারে তুলে ধরবে। বাংলার ম্যাথ আশা করে, ভিয়েতনামের ডা নাং শহরে বাংলাদেশের প্রতিযোগীরা নিজেদের মেধার স্বাক্ষর রাখবে।

উল্লেখ্য বাংলাদেশ দল এর আগে মোট চারবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ২০২১,২০২২,২০২৩ এ শিক্ষার্থীতে অনলাইনে পরীক্ষা পর্বে অংশগ্রহণ করেছিল। এবং প্রথমবারের মত ২০২৪ সালে বাংলার ম্যাথের তত্ত্বাবধায়নে ভারতের লক্ষ্ণৌতে সরাসরি অংশগ্রহণ করেছিল। 

আয়োজকেরা জানান, ভিয়েতনাম ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স কম্পিটিশন -২০২৫ (ভিআইএমসি-২০২৫) এর বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে আয়োজিত বাংলার ম্যাথ এক্সিলেন্সি চ্যাম্পিয়নশিপ বিএমইসি ২০২৫ এ সারা দেশ থেকে ২০০০ এর অধিক শিক্ষার্থী নিবন্ধন করে। নিবন্ধনকৃত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনুষ্ঠিত হয় ‘অনলাইন বাছাই রাউন্ড’। এই ধাপে নির্বাচিতদের নিয়ে ‘গণিত হোক আনন্দের’ স্লোগানে গত ৩০ মে, ২০২৫ এ ঢাকার ইনডিপেন্ডন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) তে অনুষ্ঠিত হয় বাংলার ম্যাথ এক্সিলেন্সি চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর জাতীয় পর্যায়।

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে। শ্রেণিভিত্তিক গণিতের এই জাতীয় প্রতিযোগিতা মোট ১০০ জন বিজয়ী হয়। বিজয়ীদের জাতীয় পর্বের পরীক্ষা এবং পরবর্তীতে নির্বাচনী পরীক্ষার মাধ্যমে ২০ জনকে ভিয়েতনাম ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স কম্পিটিশন -২০২৫ (ভিআইএমসি-২০২৫) এর জন্য নির্বাচিত করা হয়।

বাংলার ম্যাথের ব্যবস্থাপনায় এবং তত্ত্বাবধায়নে গত এক বছরে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেরজে শতাধিক নির্বাচিত শিক্ষার্থী দেশের বাইরে একাধিক আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেধার সাক্ষর রেখেছে। 

রাবিতে ভর্তিযুদ্ধে সন্তান: হলের বাইরে অভিভাবকরা দিচ্ছেন অন্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের প্রতীকী অনশন
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্কুল বাস থেকে ঢাবির বাস, মেট্রো নিয়ে আবেগী শাহরিয়ার নাফিস
  • ১৬ জানুয়ারি ২০২৬
বদনজর কুরআন-হাদিসে প্রমাণিত, রয়েছে সুরক্ষা ও চিকিৎসার নির্দ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রত…
  • ১৬ জানুয়ারি ২০২৬
জামায়াত বনাম ইসলামী আন্দোলন: ভোট-জরিপে কার অতীত কেমন?
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9