এইচএসসিতে ১৮ পরীক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার, অনুপস্থিত ১৭ হাজার

এইচএসসি পরীক্ষা
এইচএসসি পরীক্ষা  © ফাইল ফটো

সারাদেশে একযোগে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৮ পরীক্ষার্থী ও এক পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ৭৫০ শিক্ষার্থী। রবিবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৯ সাধারণ বোর্ডে ৯, মাদ্রাসা বোর্ডে ৪ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫ জন রয়েছেন। এ ছাড়া বরিশাল শিক্ষা বোর্ডের এক পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। 

আরও পড়ুন: জুলাই উইমেনস ডে’র অনুষ্ঠানে ছাত্রীদের অংশগ্রহণের নির্দেশ

এদিনের পরীক্ষায় ৯ বোর্ডে ১০ হাজার ৮০৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ১ দশমিক ৯৬ শতাংশ। এ ছাড়া মাদ্রাসা বোর্ডে ৫ হাজার ১৬ এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৯২৬ শিক্ষার্থী পরীক্ষা দেননি। অনুপস্থিতির হার যথাক্রমে ৫ দশমিক ৯৫ ও ১ দশমিক ৮৮ শতাংশ।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!