এইচএসসি পরীক্ষা

এক পত্রের জায়গায় আরেক পত্রের প্রশ্ন, নতুন প্রশ্নে হবে যশোর বোর্ডের পরীক্ষা

১১ জুলাই ২০২৫, ১১:২১ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৯:৪৭ AM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

কুষ্টিয়ায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় যুক্তিবিদ্যা প্রথম পত্রের জায়গায় দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন বিতরণ করা হয়। এ ঘটনায় কেন্দ্রস‌চিবসহ ৬ জন‌কে দা‌য়ি‌ত্ব থে‌কে অব্যাহতি দেওয়া হ‌য়ে‌ছে। একইসঙ্গে রবিবার (১৩ জুলাই) নতুন প্রশ্নে পুরো যশোর বোর্ডে যুক্তিবিদ্যা  দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে।  

এর আগে, বৃহস্পতিবার (১০ জুলাই) কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

শুক্রবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মিজানুর রহমান। 

তিনি বলেন ইতিমধ্যে বিজি প্রেসে প্রশ্ন ছাপানোর কাজ শুরু হয়েছে। সেখানে একজন ম্যাজিস্ট্রেট রয়েছেন। রাতের মধ্যেই যশোর বোর্ডের আওতাধীন সব জেলায় প্রশ্ন পাঠানো হবে। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন অধিকতর সাবধানতার জন্য চারটি সেটই ছাপানো হচ্ছে। আগামী রোববার এই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে , শুক্রবার সকাল ৯টার দিকে যশোর বোর্ড থেকে তিনজন কর্মকর্তা ওই কেন্দ্রে আসেন। সেখানে পরীক্ষার দায়িত্বে থাকা সবার সঙ্গে কথা বলেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সালাহ উদ্দিনের উদাসীনতা ও অবহেলার প্রমাণ পান তাঁরা। পরীক্ষা পরিচালনা কমিটির চার সদস্যসহ এক ট্যাগ অফিসারের বিরুদ্ধেও উদাসীনতার প্রমাণ পাওয়া যায়। এসব কারণে ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, চার শিক্ষক ও ট্যাগ অফিসারকে পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। যত দিন পরীক্ষা শেষ না হবে, তত দিন তাঁরা কেউই কলেজে যেতে পারবেন না।

এ ছাড়া কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আজব আলী জোয়ার্দ্দারকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তিন সদস্যের একটি পরীক্ষা পরিচালনা কমিটি গঠন করেছেন।

নিখোঁজের পাঁচ দিন পর পানিতে মিলল স্কুলছাত্রীর লাশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ফাইল নিয়ে গেছেন সাবেক …
  • ১৮ জানুয়ারি ২০২৬
নবিপুত্রের সেঞ্চুরিতে শেষ ম্যাচে বিশাল পুঁজি নোয়াখালীর
  • ১৮ জানুয়ারি ২০২৬
শেরপুরে গলা টিপে কন্যাশিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক
  • ১৮ জানুয়ারি ২০২৬
‘আগামী সংসদ নির্বাচন অত্যন্ত, অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ২৬ জানুয়ারি
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9