বরগুনা জেলায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম অহনা 

অহনা হাওলাদারের সাথে তার স্কুল শিক্ষিকা
অহনা হাওলাদারের সাথে তার স্কুল শিক্ষিকা   © টিডিসি ফটো

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বরগুনা জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে অহনা হাওলাদার। বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী ১ হাজার ১০৫ নম্বর (ঐচ্ছিকসহ) সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে অর্জন করেছে।

নিজের অনুভূতি প্রকাশ করে অহনা বলেন, ‘সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আরও এগিয়ে যেতে চাই। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কিছু করার স্বপ্ন দেখি।’

জানা গেছে, অহনার বাবা জনাব ভাস্কর রঞ্জন হাওলাদার পাথরঘাটার সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং মা মিতালী রানী হালদার বরগুনার কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মেয়ের এ অসাধারণ সাফল্যে তারা সকল শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, অহনার শিক্ষাজীবনের শুরু থেকেই ছিল সাফল্যের ছাপ। ২০১৯ সালে বরগুনা সানরাইজ কিন্ডারগার্টেন থেকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে সে। শুধু পাঠ্যপুস্তকেই নয়, সহ-শিক্ষা কার্যক্রমেও অহনার অংশগ্রহণ ছিল অনন্য। ২০২২ সালে নৃত্যে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক জাতীয় পুরস্কার লাভ করে সে। এছাড়াও স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজনে অহনার অংশগ্রহণ প্রশংসনীয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!