‘এসএসসিতে যারা খারাপ করছো, তারা মন্ত্রী হবা’, ইমতিয়াজ মাহমুদের স্ট্যাটাস আলোচনায়

ইমতিয়াজ মাহমুদ
ইমতিয়াজ মাহমুদ  © সংগৃহীত

সমসাময়িক বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি ও জনপ্রশাসনের কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে করেছেন এক ব্যতিক্রমী মন্তব্য, যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। তীব্র ব্যঙ্গ, সামাজিক রসাত্মক দৃষ্টিভঙ্গি ও আলোচনার খোরাক তৈরিতে দক্ষ এই কবি এর আগেও বিভিন্ন সমসাময়িক বিষয়ে ব্যতিক্রমী কণ্ঠ হিসেবে আলোচনায় এসেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশার দিকে ইঙ্গিত করে রসিকতা করেন। তার এই স্ট্যাটাসটি ইতোমধ্যেই অনেক মানুষ শেয়ার করেছেন এবং নানা মন্তব্যে অংশ নিয়েছেন।

স্ট্যাটাসে ইমতিয়াজ মাহমুদ লেখেন—“যারা এ প্লাস পাইছো, তারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হবা। যারা এ পাইছো, তারা সচিব হবা। আর যারা কিছুই পাও নাই, তারা মন্ত্রী হবা। ফলে যারা কিছুই পাও নাই, তারা কান্দাকাটি বাদ দেও, আর যারা এ প্লাস পাইছো, তারা লাফালাফি বাদ দেও।”

ইমতিয়াজ মাহমুদ প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি বরিশাল সিটি করপোরেশনে কর্মরত। পাশাপাশি আধুনিক বাংলা কবিতায় তার বিশেষ অবস্থান রয়েছে। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও তিনি সমানভাবে পরিচিত ও জনপ্রিয়।

১৯৮০ সালে ঝালকাঠি জেলায় জন্ম নেওয়া ইমতিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে তিনি ছিলেন সাংবাদিক—এএফপি-এর বাংলা বিভাগে সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে প্রশাসনে যোগ দেন।

তার কবিতার বই ‘পেন্টাকল’ পশ্চিমবঙ্গের খ্যাতনামা কৃত্তিবাস পুরস্কার অর্জন করে। ভাবনার জোর, ভাষার দাপট ও ব্যতিক্রমী উপমার জন্য তিনি তরুণ প্রজন্মের কাছে আলাদাভাবে পরিচিত।


সর্বশেষ সংবাদ