ভিসি বাসভবনের সামনে লাইট বন্ধ, সাংবাদিকদের ক্যামেরাই ভরসা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ১২:০৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে হামলার ঘটনার বিচারের দাবিতে ভিসি বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ডাকসু ভিপি নুরুল হক, রাশেদ খান ও ফারুক হাসানসহ তাদের সহপাঠীরা। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে অবস্থান নেয় তারা। রাত সাড়ে ১২টার পরও চলছে এ কর্মসূচি।
এদিকে, তাদের কর্মসূচির পাশে অবস্থান নিয়ে নানা ধরণের স্লোগান দিচ্ছেন সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত সাড়ে ১২টার পর সেখানকার সব লাইট নিভেয়ে দেয়া হয়েছে। তবে সব লাইট নেভানো হলেও বিভিন্ন চ্যানেলে ক্যামরাপার্সনদের ক্যামেরার লাইটে ভরসা করতে হচ্ছে আন্দোলনকারীদের।
পরে প্রক্টর গোলাম রাব্বানী সেখানে যান। এসময় ভিপি নুর বলেন, লাইট নিভিয়ে আমাদের অত্যাচার নির্যাতন করার পরিকল্পনা করা হচ্ছে। প্রক্টর গোলাম রাব্বানী বলেন, এ ঘটনায় জড়িতদের বিচার হবে, এজন্য সবার সহযোগিতা দরকার।