এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

২২ জুন ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:১৩ PM
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা © সংগৃহীত

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন একদল পরীক্ষার্থী। আজ রবিবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

আন্দোলনকারীরা বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাচ্ছে। এতে অনেক পরীক্ষার্থীর পরিবারের সদস্য আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় তারা ঠিকভাবে প্রস্তুতি নিতে পারছেন না। বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নিলে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ঝুঁকির মুখে পড়বেন বলে মনে করেন তারা।

ইসলামিয়া কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ বলেন, ‘পরীক্ষা দিতে গিয়ে কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে তার দায়ভার কি শিক্ষা বোর্ড নেবে? আমরা চাই একটি যৌক্তিক সময়সূচি নির্ধারণ করা হোক, যাতে স্বাস্থ্যঝুঁকি না থাকে।’

সরেজমিন দুপুর দুইটার দিকে দেখা যায়, বিক্ষোভকারীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একপর্যায়ে তারা ফটক বন্ধ করে দেন। পরে বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুল মন্নান ও মোহাম্মদ দিদারুল আলম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

তারা জানান, শিক্ষার্থীদের দাবি ও উদ্বেগ শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হয়েছে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে, শিক্ষা বোর্ড সে অনুযায়ী পদক্ষেপ নেবে। কর্মকর্তাদের আশ্বাসের পর শিক্ষার্থীরা ধীরে ধীরে সরে যান।

বেরোবি শিক্ষক তাবিউরের নিয়োগ বাতিলে আইনি বাধা নেই, ফেরত দিত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পরিপত্র জারি, দেখুন এখানে
  • ২৭ জানুয়ারি ২০২৬
সেই পরিচালক নাজমুল কী ফিরেছেন? যা জানাল বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাইনিজ কুঁড়াল-রাম দাসহ যৌথ বাহিনীর হাতে ইউনিয়ন বিএনপি নেতা …
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল, মোটরসাইকেল ৩ দিন
  • ২৭ জানুয়ারি ২০২৬
সকালে ১২, বিকেলে ১৩—একদিনে ২৫ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬