বই দেখে লেখায় ১২ পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিবসহ ১৩ জনের অব্যাহতি

১৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৪ PM
এসএসসি পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা

এসএসসি পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা © সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে ঝালকাঠিতে অসদুপায় অবলম্বনের দায়ে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে একজন কেন্দ্র সচিবসহ ১৩ জন শিক্ষক-পর্যবেক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে জেলার বিভিন্ন কেন্দ্রে এ অনিয়মের ঘটনা ঘটে। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, নলছিটি উপজেলার ভরতকাঠী জি আর মাধ্যমিক বিদ্যালয়ে ৪ জন পরীক্ষার্থী ও ৮ জন শিক্ষক, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২ জন পরীক্ষার্থী, কাঠালিয়া উপজেলায় কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসায় ১ জন পরীক্ষার্থী ও ২ জন শিক্ষক, আমুয়া চাঁদমিয়া ফাজিল মাদ্রাসায় ৩ জন পরীক্ষার্থী ও ৩ জন শিক্ষক এবং রাজাপুর উপজেলার রাজাপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন।

নলছিটি, কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলায় অনুষ্ঠিত পরীক্ষাকেন্দ্রগুলিতে অসদুপায় অবলম্বনের অভিযোগ এলে বেশ কয়েকটি কেন্দ্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নলছিটি উপজেলার ভরতকাঠী জি আর মাধ্যমিক বিদ্যালয়ে বই দেখে পরীক্ষা দেওয়ার সময় ৪ পরীক্ষার্থী হাতেনাতে ধরা পড়েন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। তিনি ওই চার শিক্ষার্থীকে পরবর্তী সব পরীক্ষায় বহিষ্কার এবং কেন্দ্রসচিবসহ আট শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেন। 

কেন্দ্র সচিব ফিরোজ আলম জানান, অভিযুক্ত শিক্ষকরা হলেন—কামরুল হুদা, তাসরিন সুলতানা, হুমায়ুন কবির, হাবিবুর রহমান, ইসরাত সুলতানা, মহিউদ্দিন সরদার, শহিদুল ইসলাম ও ইসলামুল হক। বিষয়টি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককেও লিখিতভাবে জানানো হয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২ পরীক্ষার্থী, কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসায় ১ পরীক্ষার্থী ও ২ শিক্ষক, আমুয়া চাঁদমিয়া ফাজিল মাদ্রাসায় ৩ পরীক্ষার্থী ও ৩ শিক্ষক এবং রাজাপুর উপজেলায় ভোকেশনাল পরীক্ষার সময় দুই পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে ধরেন উপজেলা নির্বাহী অফিসার ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। ফলে তাদেরও বহিষ্কার করা হয়। বর্তমানে জেলায় মোট ৩১টি কেন্দ্রে ১১ হাজার ৪৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও দ্বিতীয় দিনে ১৬১ পরীক্ষার্থী অনুপস্থিত থাকার ঘটনাও উঠে এসেছে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, শিক্ষার মান রক্ষা এবং সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান বলেন, পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়ায় ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে গাফিলতির কারণে একজন কেন্দ্র সচিবসহ ১৩ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ইরান প্রেসিডেন্টের, ‘…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানের এবারের বিক্ষোভ কেন নজিরবিহীন
  • ১২ জানুয়ারি ২০২৬
কলমাকান্দা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মাওলানা কামাল
  • ১২ জানুয়ারি ২০২৬
আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো …
  • ১২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9