শাবনূর ও সালমান শাহের সংসার নিয়ে বিস্ফোরক তথ্য নায়িকা লিমার

২৬ নভেম্বর ২০২৫, ১২:২০ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ১২:২০ PM
সালমান শাহ, শাবনূর ও ইনসেটে শামীমা আলী লিমা

সালমান শাহ, শাবনূর ও ইনসেটে শামীমা আলী লিমা © টিডিসি সম্পাদিত

বাংলাদেশে নব্বইয়ের দশকে ঢালিউডে আলো ছড়ানো অভিনেত্রী শাবনূর ও সালমান শাহের সংসার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন একই সময়ের জনপ্রিয় নায়িকা শামীমা আলি লিমা। 

শামীমা আলি লিমা বলেন, সালমান শাহের সঙ্গে ছবি করতে পেরে আমার জন্ম সার্থক হয়েছে। সালমানের সঙ্গে দুটি ছবিতে অভিনয় করি। অমর চিত্রনায়ক সালমান শাহের সঙ্গে আমি দুটি ছবিতে কাজ করতে পেরেছি, তাই মনে করি আমার জন্ম সার্থক হয়েছে। ভাবতেই পারি নাই সালমান শাহের এত ভক্ত আছে বাংলাদেশে। আমি যে তার সঙ্গে দুটি ছবিতে কাজ করেছি, তখন কিন্তু আমার কাছে একটুও মনে হয়নি তিনি এত বড় সেলেব্রিটি। 

তিনি বলেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর যখন সালমান শাহ মারা গেলেন- আহা রে কি মানুষ, আর মানুষ- তার পরের দিন জানতে পারলাম, সালমান শাহের মৃত্যুর শোক সইতে না পেরে ১৮ জন মেয়ে মারা গেছে, কোনো পত্রিকায় লিখেছিল ২৮ জন, আর কিছু পত্রিকা লিখেছিল ১৮ জন। তারপর আস্তে আস্তে জানতে পারলাম এত বড় সেলেব্রিটি তিনি ছিলেন- কিন্তু আমার সঙ্গে যে দুটি ছবিতে সালমান কাজ করেছেন, দেখা গেছে একেবারেই সাধারণ একজন ছেলে, কোনো প্যাঁচগোজ নেই, একেবারেই সাদামাটা মনের মানুষ ছিলেন সালমান। 

জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, আমি যে দুটি ছবি করেছি সালমানের সঙ্গে সেই ছবি দুটির নাম হচ্ছে- প্রেম যুদ্ধ ও কন্যাদান। এ দুটি ছবির শুটিং করার সময় সালমানের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে, যা বলে শেষ করার মতো নয়। কোনটা রেখে কোনটা বলব। তবে খুবই মজার মানুষ ছিলেন সালমান, শুটিং স্পটে সবাইকে হাসাতে পারতেন দারুণ। তবে আমার মনে কষ্ট লাগে ২৯ বছর পার হলো, তার মারা যাওয়ার রহস্য জানতে পারলাম না। আসলে তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন, এ বিষয়টা এখনো ক্লিয়ার হলো না। 

তবে আমার বিশ্বাস সালমান আত্মহত্যা করতে পারেন না, সালমান কিন্তু আত্মহত্যা করার মতো ছেলে নন। সালমানকে অনেক মিস করি। তার সংসারে অশান্তি চলত নায়িকা শাবনূরকে নিয়ে। তবে সালমানের স্ত্রী সামিরা আমারও শুটিংয়ে আসতেন। কিন্তু আমার সঙ্গে বান্ধবীর মতো আচরণ করেছিলেন। যেটাই হোক আমি সালমান হত্যার বিচার চাই। তাকে যেই মারুক না কেন, তার যেন শাস্তি হয়। সালমান আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, দোয়া রইল।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
  • ১৬ জানুয়ারি ২০২৬
তেল নিয়ে টাকা না দিয়েই পালানোর চেষ্টা, গাড়ির চাপায় ওয়েলম্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইবিতে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ 
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘মুক্তিযুদ্ধ প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা বরাবরই…
  • ১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার কারণেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী
  • ১৬ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9