দুই সন্তানসহ হাসপাতালে পরীমণি, মেয়ে আইসিউতে

দুই সন্তানের সঙ্গে পরীমণি
দুই সন্তানের সঙ্গে পরীমণি  © সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকেও আইসিউতে রাখা হয়েছে। এছাড়া জ্বরাক্রান্ত হয়েছে তার শাহীম মুহাম্মদ পূণ্য ও পরীমণি নিজেই। তিনজনই বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  সোমবার (১৮ আগস্ট) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই।

পোস্টে তিনি লেখেন, আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট।

এ মাসেই ছিল পরীমনির ছেলের তৃতীয় জন্মদিন। এ উপলক্ষে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। ওই দিনের পরই থার্মোমিটারের ছবি পোস্ট করে পরীমনি ফেসবুকে ছেলের অসুস্থতার খবর দেন।


সর্বশেষ সংবাদ