ওই বেবিটা আমার বোনের : তানজিন তিশা

তানজিন তিশা
তানজিন তিশা  © সংগৃহীত

এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়ে সেখানে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অভিনেতা জায়েদ খানের উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের এ অনুষ্ঠানটির প্রথম পর্ব শুক্রবার (৪ জুলাই) প্রচারিত হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে প্রচারিত এ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন তিশা। অনুষ্ঠানে হাজির হয়ে ব্যক্তিগত জীবনের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিশা। যেখানে উঠে এসেছে অভিনেত্রীর ক্যারিয়ার পরিকল্পনা, তাকে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের উত্তরও।

টকশোতে তিশার কাছে জানতে চাওয়া হয়, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ তিশা অকপটে জবাব দেন, ‘আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হব।’

তিশা বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

আরও পড়ুন: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো নিয়ে যা জানা গেল

এরপরই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, আপনাকে নিয়ে ছড়িয়ে পড়া একটি গুজব সম্পর্কে বলেন। জবাবে তিশা বলেন, ‘অনেক গুজব শুনেছি। তবে এর মধ্যে একটা হচ্ছে, আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, ৩ নম্বর বিয়ের অনুসন্ধান চলছে! আর আমার একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকায় রাখছি।’

তানজিন তিশা বলেন, ‘এসব গুজব শুনে আমি আমার পরিবার, সবাই মিলে অনেক হাসছি। কারণ, ওই বেবিটা আমার বোনের।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence