হাসপাতালে ভর্তি জাহিদ হাসান, সর্বশেষ অবস্থা জানালেন তার স্ত্রী

জাহিদ হাসান ও তার স্ত্রী সাদিয়া ইসলাম মৌ
জাহিদ হাসান ও তার স্ত্রী সাদিয়া ইসলাম মৌ  © সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান বর্তমানে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত চারদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন। ঠান্ডাজনিত সমস্যার কারণে শারীরিক জটিলতা দেখা দিলে ঈদের আগের দিন তাকে ভর্তি করা হয়।

সোমবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তিনি বলেন, ‘জাহিদকে নিয়ে হাসপাতালে আছি। শুরুতে তার জ্বর আসে, এরপর শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়ে। ঠান্ডাজনিত কারণে শরীর খারাপ হয়েছিল। এখন আগের তুলনায় অনেকটা ভালো আছেন।’+

অভিনেত্রী আরও বলেন, কিছুটা সুস্থ হলেই হাসপাতাল থেকে বাসায় নিয়ে যেতে পারব জাহিদকে।

এদিকে পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’ সিনেমা। 


সর্বশেষ সংবাদ