ওটিটিতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ, প্রতিবাদ জানালেন আশফাক নিপুন

আশফাক নিপুন
আশফাক নিপুন  © সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক-কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার (২ জুন) তিনি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাজেট পেশ করেন। তাতে ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফরমে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। যার ফলে অনলাইনে সিনেমা, সিরিজসহ বিভিন্ন কন্টেন্ট দেখতে বাড়তি খরচ গুনতে হবে দর্শকদের। নতুন একটা প্ল্যাটফরমে ১০ শতাংশ সম্পূরক কর আরোপের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা আশফাক নিপুণ। 

সোমবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে ওটিটিতে কর আরোপের সমালোচনা করে পোস্ট দিয়েছেন নির্মাতা আশফাক নিপুন। তিনি তাতে লিখেছেন, ‘বাংলাদেশে সরাসরি ওটিটি সাবস্ক্রাইবার কতজন সেই ব্যাপারে কোন ধারণা, তথ্য হালনাগাদ কী আছে অর্থ উপদেষ্টা সাহেবের? দেশে ওটিটির ভোক্তাদের একটা বেশ বড় অংশ যে পাইরেসি করে আমাদের কন্টেন্ট দেখেন, সেটা কি উনারা জানেন? পাইরেসির বিরুদ্ধে আমাদের সম্মিলিত ব্যর্থতার গল্প কি তারা জানেন? বিশ্বে বর্ধনশীল যেকোনো শিল্পকে যেখানে কর রেয়াতের সুযোগ দেয়া হয়, সেখানে মাত্র ৫ বছর হল যাত্রা শুরু করা এই ওটিটি বলয়ের উপর বাড়তি ১০% সম্পূরক ট্যাক্সের সরাসরি প্রভাব পড়বে নির্মাতাদের বাজেটে এবং গল্পে, প্রভাব পড়বে বৈধভাবে সাবস্ক্রিপশন নেয়ায়।’

আরও পড়ুন: শিক্ষা খাতে বরাদ্দ বাড়ল ৯৩৪ কোটি টাকা

তিনি আরও বলেন, ‘যার ফলে পাইরেসির প্রকোপ আরও বাড়বে এবং দিনশেষে সবার ব্যবসা হবে সংকুচিত। পাইরেসির ব্যাপারে শক্ত অবস্থান নেয়ার পরিবর্তে বরং পাইরেসিকেই উৎসাহী করবে এই বাড়তি ট্যাক্স বসানো। গোটা কাঠামোর সংস্কার না করে বাড়তি ট্যাক্স বসানোর ফলে  মাঝেসাঝে যা-ও একটু আমের দেখা পাওয়া যাচ্ছিল, সামনে হয়ত আম-ছালা দুটিই যাবে। দুর্ভাগ্যজনক!’

উল্লেখ্য, কোভিড মহামারির ঘরবন্দি সময়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জনপ্রিয়তা পায় ওটিটি প্লাটফর্ম। বিদেশি কয়েকটি প্লাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করে জনপ্রিয়ও হয়ে উঠেছে দেশি প্লাটফর্মগুলোও। দেশে এখন নিয়মিত কন্টেন্ট দেখার সুযোগ তৈরি করে দিচ্ছে চরকি, বঙ্গ, বায়োস্কোপ, বিঞ্জ, আইস্ক্রিন, দীপ্ত প্লে’র মতো ওটিটি প্লাটফর্মগুলো। সেই সাথে হইচই, নেটফ্লিক্সের মতো বৈশ্বিক প্লাটফর্মগুলোও দর্শকদের মাঝে জনপ্রিয়।


সর্বশেষ সংবাদ