‘আবারও ‘র’ এজেন্ট হয়ে গেলাম, কী দারুণ যাত্রা!’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৫:২৭ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট বলে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। রবিবার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ কথা জানিয়ে পোস্ট করেন তিনি।
ওই পোস্টে অভিনেত্রী লেখেন, ‘আবারও ‘র’ এজেন্ট হয়ে গেলাম, কী দারুণ এক যাত্রা! ২০২১ সালে আমি একজন গর্বিত ‘র’ এজেন্ট ছিলাম। তবে সেটা বিশাল ভরদ্বাজ পরিচালিত বলিউড ছবি ‘খুফিয়া’-তে।
তিনি লেখেন, ওই সিনেমায় অভিনয়ের পর ঘটনা নতুন মোড় নেয়। আমি ‘খুফিয়া’ ছবির প্রিমিয়ারে পর্যন্ত যেতে পারিনি। আমার ভিসা একবার দুইবার নয়, পাঁচবার ভারতীয় হাইকমিশন থেকে প্রত্যাখান করা হলো। কারণ হিসেবে তারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে একটি ছবি দেখায় এবং এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানায়। এরপর আমি আমার দেশের কিছু উচ্চপদস্থ বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করি এবং এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাই। খবর পাই, আমার সেই সিনেমার কোনো অভিনেতা এই ভিসা বিপত্তির জন্য দায়ী। এর ফলে বলিউড ও কলকাতার একাধিক সুযোগ হাতছাড়া হয়েছে
বাঁধন লেখেন, জুলাই মাসের আন্দোলনের সময় আমাকে বলা হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-এর এজেন্ট। আমি নাকি ইউএসএআইডি থেকে টাকা নিয়ে 'ঐতিহাসিক বিপ্লব’ চালিয়েছি। তারপর হলাম জামায়াতের এজেন্ট। কারণ, আমি তাদের এক নেতার ভিডিও আমার পেজে শেয়ার করেছিলাম।
তিনি আরও লেখেন, শুধু তাই নয়, আমার এক কাছের বন্ধু, যিনি বর্তমান সরকারে আছেন, তিনিও জিজ্ঞেস করেছেন, টাকা খাইছো? কী ধরনের সমাজে বাস করি আমরা। এখানে কেউ দেশকে ভালোবাসে না এবং মনে করে কেউই দেশকে ভালোবাসে না।