এবার টিম পজিটিভে যুক্ত হলো হেলথ কেয়ার, সদস্য আহবান

০১ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৬ AM

ধরুন, হঠাৎ করে আপনার বা একদম নিকট কারো স্ট্রোক, বুক ব্যাথা, শ্বাসকষ্ট, খিঁচুনি বা শরীরে সিরিয়াস কোন ‘সিম্পটম’ দেখা দিলো, যা নিয়ে আপনি শঙ্কিত ও আতংকিত। এই মুহুর্তে কি করণীয়, কি ট্রিটমেন্ট প্রয়োজন, কি মেডিসিন লাগবে, বুঝতে পারছেন না! হাসপাতাল দূরে, কোন চিকিৎসক আপনার পরিচিত নেই বা থাকলেও যোগাযোগ করতে পারছেন না! এমন একান্ত প্রয়োজনে আপনার পাশে থাকবে Team Positive Bangladesh (Health Care)

সাধারণ মানুষের জন্য চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শ ও সেবাকে সহজলভ্য করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইতিবাচক, মানবিক কাজের সার্বজনীন সামাজিক প্ল্যাটফর্ম, Team Positive Bangladesh (TPB) এর মানবিক মুকুটে যুক্ত হলো এই অনন্য পালক।

যেকোনো মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যয়নরত ইতিবাচক মানসিকতা ও মানবিক হৃদয়ের মেডিকেল শিক্ষার্থী, শিক্ষানবিশ ও দক্ষ চিকিৎসকগণ, স্বাস্থ্যসেবা কর্মী, মেডিকেল টেকনোলজিস্টরা এই প্ল্যাটফর্মের ‘সদস্য’ হিসেবে যুক্ত হয়ে ‘একান্ত মানবিক প্রয়োজনে’ ন্যূনতম চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়ে গণমানুষের পাশে থাকার উদাত্ত আহবান জানাচ্ছি।

আপনার-আমার একটু ইতিবাচক উদ্যোগ ও সামান্য প্রয়াস হয়তো বাঁচিয়ে দিতে পারে অনেক অমূল্য জীবন।

‘TPB- Health Care’ এর মূল উদ্দেশ্য, জরুরী স্বাস্থ্য সেবা ও পরামর্শকে প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের দরিদ্র, অস্বচ্ছল, অসহায় সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দেয়া।

উল্লেখ্য, ইতিমধ্যেই টিপিবির অফিসিয়াল ব্লাড ব্যাংক, Unity Blood Bank Foundation পুরোদমে কার্যক্রম শুরু করেছে।

প্রাথমিকভাবে ‘টিপিবি-হেলথ কেয়ার’ সংক্রান্ত যেকোনো তথ্যানুসন্ধান এর জন্য টিপিবির সদস্য, Shahriar Ferdous Himel এবং ডাঃ Saquib Mahmud Abir এর সাথে যোগাযোগ করার সবিনয় অনুরোধ করা যাচ্ছে।

সততা, একতা ও মানবতার মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে, Team Positive Bangladesh - TPB ভালোর সাথে, মানবতার পক্ষে।

ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎসজীবী দল নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬