রোটারী ক্লাব অব গুলশান এভিনিউর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২৯ আগস্ট ২০২০, ১১:৫৬ PM

© টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রোটারী ক্লাব অব গুলশান এভিনিউর নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ২০২০-২১ রোটারী ইয়ারের ক্লাব সভাপতি রোটারীয়ান এম. এ. হালিম দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন রোটারী ডিজি রোটারীয়ান রুবায়েত হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিজিই রোটারীয়ান ব্যারিষ্টার মুতাসিম বিল্লাহ ফারুকী ও ডিজি নোমিনেটেড রোটারীয়ান ইজ্ঞিনিয়ার এম. এ ওহাব।

অনুষ্ঠানের শুরুতে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম. জহিরুল ইসলাম স্বাগত বক্তব্যে ক্লাবের ইতিহাস তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ডিজি রোটারীয়ান রুবায়েত হোসেন ক্লাব সদস্যদের মানবতার সেবার কথা উল্লেখ্য করেন। বিশেষ অতিথিরা এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য ক্লাব সভাপতিসহ অন্যান্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারী রোটারীয়ান এস. এম এমদাদ হোসেন বলেন, রোটারী ক্লাব অব গুলশান এভিনিউ একটি ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাবটি প্রতিষ্ঠাকাল থেকে মানবতার সেবায় এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। প্রতিবছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে। ক্লাবটির সদস্যরা সবাই সমাজ উন্নয়ন মূলককাজে অংশগ্রহণ করে থাকে। প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে প্রায় ৪ শতাধিক হতদরিদ্রের মাঝে খাবার বিতরণ করেছি।

তিনি আরও বলেন, রোটারী ক্লাব অব গুলশান এভিনিউ প্রতিষ্ঠাকাল থেকে গত ৯ বছরে কয়েক হাজার শিক্ষার্থীকে সাবলম্বী হওয়ার জন্য ভোকেশনাল ট্রেনিং প্রদান করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে রোটারীর প্রাক্তন ডিজিরা এবং ক্লাব সদস্যবৃন্দ ও বিভিন্ন রোটারী ক্লাবের সভাপতিরা উপস্থিত ছিলেন।

ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎসজীবী দল নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬