সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা বৌভাতের মূল অতিথি, সবাই পেলেন নতুন জামা

২৩ আগস্ট ২০২০, ০৭:৪১ PM

© সংগৃহীত

নীলফামারীতে দরিদ্র সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের নিয়ে এক বৌভাত আয়োজন করা হয়েছে। আজ রবিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের কোরাণীপাড়া আশা শিক্ষাকেন্দ্র চত্বরে এটি অনুষ্ঠিত হয়। এ বৌভাত আয়োজন করে পৌরশহরের শাহীপাড়া মহল্লার নবদম্পতি নিরাদ-ফারজানা।

অনুষ্ঠানে আসা প্রত্যেক শিশুকে নতুন জামা-প্যান্ট উপহার দিয়ে বরণ করে নেন নব দম্পতি। এই অতিথিদের নিজহাতে বেড়ে খাওয়ান এই বর-বউ। আর খাবারের তালিকায় ছিল ভাত, মাংস, ডাল, ডিম, মিষ্টি ও কোমল পানীয়। অনুষ্ঠানে শিশু অতিথি ও অভিভাবক মিলিয়ে ২০০ জন অংশ নেন বলে জানায় আয়োজকরা।

বর নীলফামারী পৌর শহরের শাহীপাড়ার মহল্লার এটিএম মোস্তফা চৌধুরীর দ্বিতীয় ছেলে নিরাদ আল আশরাফি। আর নববধূ হলেন দিনাজপুর জেলার সুইহারির ব্যবসায়ী লূৎফর রহমানের মেয়ে ফারজানা ইয়াসমিন।

গত ১৪ অগাস্ট পেশায় ফিল্ম মেকার নিরাদের সঙ্গে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানার বিয়ে হয়। করোনাভাইরাসের পরিস্থিতে স্বল্প পরিসরে পারিবারিক আয়োজনে বিয়ে হওয়ায় তাদের মনের মতো করে আনন্দ করতে পারেননি তারা। সে কারণেই ব্যতিক্রমী এই বৌভাতের আয়োজনের উদ্যোগ বলে জানান নব দম্পতি।

বর নিরাদ বলেন, করোনা পরিস্থিতির মধ্যেই গত ১৪ অগাস্ট আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। পারিপারিক আয়োজনে বিবাহ হলেও করোনার কারণে বৌভাত আয়োজন হয়নি। বিষয়টি মাথায় নিয়ে আমরা ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে বৌভাত আয়োজনের পরিকল্পনা করি। সেখান থেকেই আমার বিয়ের বৌভাত অনুষ্ঠানে অসহায় শিশু শিক্ষার্থীদের খাওয়ানোর চিন্তা আসে।

তিনি জানান, করোনাভাইরাস সংকটের মধ্যে নীলফামারীর বাড়িতে অবস্থান কালে সেইফ ফাউন্ডেশন নামে এক সংগঠনের বিভিন্ন মানবিক কাজে অংশ নিচ্ছিলেন তিনি। সেই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সহযোগিতায় এই বৌভাতের আয়োজন তার।

নববধু ফারজানা বলেন, জন্মের পর থেকে থেকে শহরে মানুষ হয়েছি। গ্রামের শিশুদেরকে নিয়ে এমন এক অনুষ্ঠানে অংশ নিতে পারব তা কখনো ভাবিনি। এটি আমার জীবনে মাইলফলক হয়ে থাকবে।

জীবনে এমন আনন্দ এটিই প্রথম জানায় অনুষ্ঠানের অতিথি দ্বিতীয় শ্রেণির ছাত্র হুমায়ুন কবীরসহ তার বন্ধুরা। তারা বলল, অনেক দিনপর ভালো খাবার খেলাম। হুমায়ুন বলে, নতুন জামা পরে আনন্দও করলাম। সবাই মিলে বিয়ার গীত গাইলাম।

প্রত্যেক শিশুর সঙ্গে একজন করে অভিভাবককেও আমন্ত্রণ জানানো হয়েছিল। এক শিশুর অভিভাবক মুক্তা বেগম এ অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দিত। তিনি বলেন, এলাকায় শিশুদেরকে নিয়ে এমন অনুষ্ঠান আর কখনো দেখিনি। বৌভাত অনুষ্ঠানে খাওয়া শেষে নতুন জামা-প্যান্ট পরে সব শিশু এক সাথে গাইল বিয়ের গীত। প্রাণভরে বিয়ের অনুষ্ঠান উপভোগ করল শিশুরা, এমনকি আমরা গ্রামবাসীরাও।

মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬