দেশের তরুণদের নিয়ে কাজ করার পাশাপাশি ‘ইয়ুথ ৩৬০’ তাদের পরিধিকে আর একটু বাড়িয়ে নানা দেশের তরুণদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে অনলাইন সেমিনার। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মালেশিয়া এবং পাকিস্তানসহ মোট ছয়টি দেশের প্রায় ২০০ তরুণ নিয়ে আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৮টায় ভার্চুয়াল মিটিং অ্যাপলিকেশন জুম এর মাধ্যমে ‘ইয়ুথ কনক্লেভ’ প্রতিপাদ্যে এই অনলাইন সেমিনার আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।
এ ব্যাপারে আয়োজক কমিটির অন্যতম সদস্য এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খন্দকার রায়হানুল ইসলাম জানান, মূলত দেশের এবং দেশের বাইরের তরুণদের নিয়ে এই সেমিনার আয়োজনের উদ্দেশ্যই হলো ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় তারণ্যের ভাবনাকে সমন্বিত করা এবং তারণদের সমস্যার সমাধানে উপযুক্ত সমাধান খুঁজে বের করা। এছাড়াও এখানে বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যার মাধ্যমে তরুণরা তাদের সৃজনশীল প্রতিভা এবং বিভিন্ন দক্ষতার মাধ্যমে নিজেদের মেধাকে তুলে ধরতে পারবে।
প্রসঙ্গত, দক্ষ জনশক্তি তৈরিতে তরুণদের কাজে লাগিয়ে যোগ্য নেতৃত্ব, বৈশ্বিক প্রভাব, উদ্যোক্তা, সামাজিক উন্নয়ন, গবেষণা এবং উদ্ভাবন- এই ৬টি বিষয়কে সামনে রেখে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কিছু উদ্যমী তরুণদের হাত ধরে যাত্রা শুরু হয়েছিলো তারুণ্যের সংগঠন 'ইয়ুথ ৩৬০' এর। বর্তমানে এই প্ল্যাটফর্মে তরুণদের উন্নয়নে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কাজ করছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। নানা সময় তরুণদের নিয়ে কাজ করা ‘ইয়ুথ ৩৬০’ এর এবারের আয়োজনটা একটু ভিন্ন রকম।