বিয়ের আগে অর্থনৈতিক স্বাধীনতা চান আইডল মাশুরা

২৯ জুলাই ২০২০, ০৮:০০ PM
মাশুরা খাতুন

মাশুরা খাতুন

রাজশাহীর পবা উপজেলার পদ্মার চরখিদিরপুর আলোর পাঠশালার এক স্কুলছাত্রী বাল্যবিবাহের সরাসরি বিরোধিতা করে স্কুলে এসেছে। সে চায় না তার এ ছোট বয়সে বিয়ের মাধ্যমে সাংসারিক জীবন শুরু করতে। সে চায় পড়ালেখা করে বড় হতে। স্থানীয়দের আইকন বনে যাওয়া এ ছাত্রীর নাম মাশুরা খাতুন।

মাশুরা জানায়, সে বিয়ে করার আগে নিজের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে চান, এজন্য ডাক্তারি পড়ার ইচ্ছা তার।

জানা গেছে, ‘চরখিদিরপুর আলোর পাঠশালা’ বিদ্যালয়টি চরের স্থানীয় মেয়েদের বাল্যবিবাহের হাত থেকে মুক্ত করতে স্থাপিত হয়েছিল।

বিষয়টি নিয়ে মাশুরার স্থানীয় মাহমুদ আরিফ নামে একজনে জানান, সে আমাদের আইকন। মাশুরা একমাত্র ছাত্রী যে বাল্যবিবাহের সরাসরি বিরোধিতা করে স্কুলে এসেছে এবং অভিভাবকদের জানিয়েছেন যে কেউ জোরপূর্বক তাকে বাল্যবিবাহ দেয়ার চেষ্টা করলে সরাসরি স্কুলের স্যারদের কাছে অভিযোগ করবেন। এমনকি পুলিশের কাছেও যাবেন।

তিনি জানান, তার সকল সহপাঠিনী বাল্যবিবাহের অভিশাপের শিকার হয়েছেন। কিন্তু পদ্মা চরের মাশুরা স্রোতের বিপরীতেই জীবনকে আলোর পথে এগিয়ে নিতে চেষ্টা চালাচ্ছেন।

মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬